না’গঞ্জে বঙ্গবীর কাদের সিদ্দিকী

বাংলাদেশে পাকিস্তানের গুণকীর্তন চলবে না

নগর প্রতিবেদকবাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, বাংলাদেশে বসবাস করে এই দেশে রাজনীতি করে পাকিস্তানের গুণকীর্তন করবেন এটা হতে পারে না। যারা এই দেশের আলো বাতাসে বেড়ে উঠে বলেন বাংলাদেশ থেকে পকিস্তানই ভালো ছিল, তারা ভল করে শুনে রাখুন আমরা বেঁচে থাকতে এই দেশকে পকিস্তান বানাতে পারবেন না।শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।কাদের সিদ্দিকী বলেন, আমি গামছার দল করি বলে আওয়ামী লীগের নেতারা মনে করবেন না বঙ্গবন্ধু শুধু আপনাদের। বঙ্গবন্ধু যখন মারা যান, তার তিন ছেলেকেসহ স্বপরিবারে যখন হত্যা করা হয়, তখর অনেক বড় বড় নেতারা ইঁদুরের মত গর্তে লুকিয়ে ছিলেন। আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে ওরা নির্বংশ করতে পারেনি। বঙ্গবন্ধু হত্যার বদলা আমি নেবোই নেবো। যদি প্রতিবাদ না করতাম আমার ছোট ভাই শামীমও বাঁচত না, আইভীও বাঁচত কীনা জানি না।তিনি বলেন, নারায়ণগঞ্জকে আমি খুব ভালোবাসি। এই এলাকার সাথে আমার রক্তের বন্ধন রয়েছে। আমার দাদা এই নারায়ণগঞ্জে পাটের ব্যবসা করতেন। তিনি তৎকালীন পাকিস্তানী নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে রাজনীতি করেছেন। এখানে তার পাটের ব্যবসায় ছিল। যদিও এই ব্যবসা কোথায় কি অবস্থায় ছিল সে বিষয়ে আমার ধারণা নেই। তবে এটা জেনে রাখবেন এই নারায়ণগঞ্জের সাথে আমার আত্মার বন্ধন রয়েছে।বিএনপির এক নেতার সমালোচনা করে তিনি বলেন, আমাদের বিএনপির একজন নেতা আছেন। যদিও তিনি ভাল মানুষ। তবে কেন জানি হঠাৎ করে বলে বসলেন, ‘পাকিস্তানও আমাদের থেকে ভাল ছিল’। আমি বলি কারও যদি মনে হয়, বাংলাদেশের চাইতে পাকিস্তান ভালো ছিল, তার এক মুহূর্ত বাংলাদেশে থাকার দরকার নাই। পাকিস্তান চলে যান, সেখানে যেয়ে নাচানাচি করেন। বাংলাদেশে থাকার কোন দরকার নাই। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, এমনি এমনি স্বাধীনতা আসেনি। এই দেশে থাকবেন, এই দেশের আলো বাতাসে বেড়ে উঠে রাজনীতি করবেন আর পাকিস্তানের গুণকীর্তন গাইবেন, এটা হতে পারে না। খোঁজ নিয়ে দেখুন, পাকিস্তানও খুব সুখে নেই। ইমরান খানকে ঘাটে ঘাটে হয়রানি করা হচ্ছে। আমার দেশে রাজনীতি করে পাকিস্তানি গুণকীর্তন গাইবেন না। ভাল করে শুনে রাখুন, আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবেন না।বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম কদের সিদ্দিকী ও নারায়ণগঞ্জ জেলার নেতকার্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ