নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বুধবার (২২ মার্চ) রাতে গুলশানের বাসভবনে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে শারীরিক ভাবে অসুস্থতা আনুভব করেন। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মীনি ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সারমা ওসমান লিপি হাসপাতালে ভর্তির কথা জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন আগের চেয়ে অনেকটা ভাল আছেন। আমি বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর কাছে এবং দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। সৃষ্টিকর্তা সহায় হলে সকলের দোয়ায় তিনি নিশ্চই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।এদিকে শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়নের সাথে কথা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রথমিকভাবে তার অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলাম। আলহামদুল্লিাহ আব্বু এখন ভাল আছেন। গুরুতর কোন সমস্যা ধরা পড়েনি, আশা করছি আগামিকাল তাকে রিলিজ দিয়ে দিবেন চিকিৎসকরা। এর আগে একটি অস্ত্রপাচার হয়েছিল, সেইখানে তিনি ব্যাথা অনুভব করায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন সঙ্কামূক্ত রয়েছেন। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে আব্বুর জন্য দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে ওঠেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য
শামীম ওসমান অসুস্থ্য হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।