ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

জেলায় ২৪ ঘন্টায় ৩০জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮১

লাইভ নারায়ণগঞ্জ
অক্টোবর ৩, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণ প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৩০ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬২৩ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৭জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ১৫জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৬জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ৩৫জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে। পুরো জেলায় মোট ৮১জন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন।

চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ৮৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।