ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আইভীর প্রতি নগরবাসীর প্রশ্ন‘নারায়ণগঞ্জকে জঙ্গী এলাকা বানাতে চান কারা?

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের শীর্ষ নেতাদের সাথে গভীর সখ্যতার স্বীকারোক্তি মাইনুদ্দিন আহমেদের

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা পরবর্তী সমাপনী বক্তব্যে মেয়র আইভী নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। এরমধ্যে জঙ্গী ইস্যুও ছিলো। তিনি বলেছেন, ’নারায়ণগঞ্জকে জঙ্গী এলাকা বানানোর চেষ্টা করবেন না’।নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলানয়াতনে সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই বাজেট ঘোষনা করা হয়। সে সময় আইভীর ভাষ্য ছিলো, আমার দলেরই লোকজন অনেক বড় ও বাজে কথা বলে ফেলে। প্রতিহিংসা পরায়ন হয়ে রাজনৈতিকভাবে শহরে যেসব কথা বলা হয়। সেই সব কথার উত্তর দেওয়ার মতো আমার কর্মী, নারায়ণগঞ্জবাসী সবই আছে।

আমি চুড়ান্ত ধৈর্য্যরে পরীক্ষা দিচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এতো বড় কথা বলবেন না, যে কথা আপনাদের ধ্বস নামাবে। আমরা সকলেই নমিনেশন চাইতে পারি। আমরা যারা দল করি। দল করার উদ্দেশ্য থাকে। যারা দল করেন, তাদের অনেকেরই নমিনেশন চাওয়ার অধিকার আছে। কিন্তু বেফাঁস কথা বলে নারায়ণগঞ্জের মাটিকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না। নারায়ণগঞ্জকে জঙ্গী এলাকা বানানোর চেষ্টা করবেন না। কারণ হিন্দু সম্পত্তি দখল, হিন্দু-মুসলিম লাগায় দেওয়ার চেষ্টা কইরেন না।আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মী জানান, জঙ্গী বা জামায়াত-শিবির ইস্যু নিয়ে মেয়র আইভী কখনো কথা বলেন না।

জেলা জামায়াতের আমীর মাইনুদ্দিন আহমেদ গ্রেফতারের পর ফতুল্লা থানায় রিমান্ডে মেয়র আইভীর সাথে জামায়াতের শীর্ষ নেতাদের গভীর সখ্যতা রয়েছে বলে স্বীকারোক্তি দেন। ঐ স্বীকারোক্তির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ইতিপূর্বে আক্ষেপ করে বলেছিলেন, আমার ভাতিজীকে (আইভী) বিএনপি-জামায়াত বিরোধী সভায় আনার জন্য অনেক চেষ্টা করেও পারিনি। ব্যর্থ হয়েছি তাকে আনতে।তাই, প্রশ্ন উঠেছে- ‘নারায়ণগঞ্জকে জঙ্গী এলাকা বানাতে চান কারা?’ এ প্রশ্নের উত্তর খুঁজছে নগরবাসী। তাদের দাবি- ‘মেয়র আইভী নিশ্চয় জানেন, তাই উত্তরটা তাঁরই দেয়া উচিত’। আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।