ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ২০, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজেস্ব প্রতিবেদক সোনারগাঁ:

সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্ধন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এসময় আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইউসুফ-উর-রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এ্যাডঃ নুর জাহান, মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ ফজলে রাব্বী, গাজী মজিবুর রহমান, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, লায়ন মাহবুবুর রহমান বাবুল, প্রমুখ উপস্থিত ছিলেন।গত ১৩ আগষ্ট নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গতকাল সোমবার সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তাকেই বিনা প্রতিদদ্ধীতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়।সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইউসুফ-উর-রহমান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করে ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া আর কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। গত ১৪সেপ্টেম্বর মঙ্গলবার যাচাই বাছাই শেষে সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এবিষয়টি নিশ্চিত করার পর গতকাল সোমবার সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়াকে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

গত ২২জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে নির্বাচন কমিশন এ পদটি শুন্য ঘোষণা করে। এদিকে সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁ প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয় প্রকাশ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের একজন সাধারণ সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মুল্যায়ন করেছেন। তিনি বলেন, আমি সোনারগাঁ উপজেলাবাসীর কল্যাণে যাতে সব সময় কাজ করতে পারি সে ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।