সোনালী ব্যাংক অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা করেন

নিজেস্ব প্রতিবেদক:

চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সোনারগাঁয়ে অসহায়দের মধ্যে সোনালী ব্যাংক সোনারগাঁ শাখা নগদ অর্থ সহায়তা প্রদান করে। গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২৫টি অসহায় পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার ম্যানেজার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও নারায়ণগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রমূখ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ