ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় উদ্বোধন

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ২০, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজেস্ব প্রতিবেদক:

বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষ্যে (২০ সেপ্টেম্বর) সোমবার বিকেলে অত্র ইউনিয়নের গকুলদাসেরবাগস্থ হাজী মার্কেটে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ তার বক্তব্যে বলেন, ‘আমরা এখনো রাজনীতি শিখছি। রাজনীতি করতে হলে সৎ হতে হবে। আমরা খুব খুঁশি কারণ বন্দরের কোন আওয়ামী লীগের নেতা-কর্মীরা চাঁদাবাজি করেনা। আমাদের সদা স্বচ্ছ থাকতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাথে সম্পৃক্ত সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং সকলের সফলতা কামনা করছি’। ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন বিপ্লবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ¦ নিজাম উদ্দিন আহম্মেদ ও আলোচক হিসেবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলমাছ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য আরিফুল ইসলাম আলীনূর, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ,

নাসিক ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হক (আজিজ), বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আমির হোসেন দেওয়ান, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, ছাত্রলীগ নেতা হৃদয় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।