ঢাকাসোমবার , ৪ অক্টোবর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

স্বনামধন্য প্রতিষ্ঠানের মালিকের প্রতারণা : আসামি গ্রেফতার

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
অক্টোবর ৪, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতারণা ও আত্মসাৎ মামলার পলাতক আসামি মো. আসাদুল ইসলাম আসাদকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১১

সোমবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার মছলন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসাদ মছলন্দপুর এলাকার মৃত ডা. ইব্রাহীম মোল্লার ছেলে। গ্রেফতার আসামি নিজেকে একটি স্বণামধন্য কোম্পানির কর্ণধার (মালিক) পরিচয় দিয়ে তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে ব্যবসায়িক লেনদেনের কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নেয়। পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদারগণ তার কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন ভুক্তভোগী পাওনাদার তার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে মামলা দায়ের করেন। গ্রেফতার আসামি ওই মামলার প্রধান আসামি। মামলা হওয়ার সে পালিয়ে বেড়াচ্ছিল।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযুক্ত আসামির অবস্থান শনাক্ত করে ৪ অক্টোবর ভোররাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মছলন্দপুর এলাকা হতে তাকে গ্রেফতার করে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।