ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শেষদিনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

আবু বকর সিদ্দিক
অক্টোবর ১৭, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!


নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা:

আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেষদিনে নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাশিপুর,আলীরটেক ও বক্তাবলি ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছে। রবিবার(১৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করতে সদর উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভীড় করেছে আলীরটেক, বক্তাবলী ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা এবং তাদের সমর্থকরা ।

এদিন সদর উপজেলা প্রাঙ্গনে আলীরটেক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোঃআতাউর রহমান ভূইয়ার কার্যালয়ে বক্তাবলি ইউপির চেয়ারম্যান প্রার্থী এম শওকত আলী,আলীরটেক ইউপির চেয়ারম্যান প্রার্থী জাকের পার্টি মোহাম্মদ আমানউল্লাহ,ইসলামি আন্দোলন বাংলাদেশ হাফেজ ফিরোজ মিয়ার মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া বক্তাবলি ইউনিয়নের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম মাষ্টার,২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আকিল উদ্দিন,৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতাউর রহমান,মহিউদ্দিন ভূইয়া,৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃরাসেল চৌধুরী,ইঞ্জি.আবু সাঊদ রিংকু,১,২,৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজেরা বেগম,৪,৫,৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মরিয়ম বেগম,

আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃআওলাদ হোসেন,৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল সোবহান,৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাহাব উদ্দিন পাটোয়ারি ,৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আঞ্জুমান আরা যুথি। অন্যদিকে সদর উপজেলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীব চন্দ্র রায়ের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন কাশিপুর ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এমদাদুল হক খোকা,৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল কাশেম।

উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর পর্যন্ত,বাছাই হবে ২১ অক্টোবর , প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।