ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ধীরে ধীরে বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৯জন

আবু বকর সিদ্দিক
অক্টোবর ১৯, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

করোনার সংক্রমন কমতির দিকে থাকলে। ধীরে ধীরে আবার বাড়তে শুরু করেছে। নমুনা সংগ্রহ স্বাভাবিক থাকলেও, সংক্রমন তুলনা মূলক কমই আছে। আসছে শীতে করোনার নতুন কোন রূপ ধারণ করবে কিনা এ নিয়ে শঙ্কিত অনেকে। নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৯জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২৬ হাজার ৩শ’ ৭৯জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২৭জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।

১৮অক্টোবর থেকে ১৯ অক্টোবর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৮১হাজার ৩শ’ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ০জন, বন্দরে ০জন, এনসিসি এলাকায় ৬জন, রূপগঞ্জে ০জন, সদর উপজেলায় ৩জন, সোনারগাঁও এলাকায় ০জন আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।