ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

যারা দেবোত্তর সম্পত্তি খায় তাদের নির্বাচিত করবেন না : খোকন সাহা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
অক্টোবর ১৯, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, বাংলাদেশে কি হল সেটা আমরা দেখব না। নারায়ণগঞ্জে ধর্মীয় সংখ্যালঘু কোনো সদস্য বা তাদের বাড়িতে কিংবা মন্দিরে হামলা করা হয়, তাহলে শামীম ওসমানের নেতৃত্বে আমরা দাঁতভাঙ্গা জবাব দিবো। আপনারা সাবধান থাকবেন। যারা দেবতার মূর্তি ভাঙেন, যারা মসজিদ ও মন্দিরের জায়গা খান তারাই কিন্তু সাম্প্রদায়িক শক্তি। আর সেই গোষ্ঠী আমাদের দলে ঘাপটি মেরে বসে আছে, তাদের কাছ থেকে আপনাদের সচেতন থাকতে হবে। যারা সংখ্যালঘুর সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি খেয়েছে এবং মসজিদের জায়গা দখল করেছে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন না। নির্বাচিত না করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মহানগর আওয়ামী লীগের সম্প্রীতি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা শামীম ওসমানের নেতৃত্বে প্রস্তুত আছি। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আপনাদের সাহস থাকে তাহলে কোথাও একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেন। আপনাদের হাত কেটে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো। নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর। আমরা হিন্দু-মুসলমানসহ সব ধর্মের লোক একসাথে বসবাস করি। আমরা পূজা, ঈদ সহ সকল ধর্মীয় উৎসব একত্রে পালন করি। এ সম্প্রীতিতে শকুনরা আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্যে বারবার চেষ্টা করছে। শকুনদের কাছ থেকে সাবধান থাকবেন।

এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার প্রমুখ।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।