ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

টিকা প্রয়োগে সপ্তম! সংক্রমণে দক্ষিন এশিয়ায় ২য় বাংলাদেশ!

আবু বকর সিদ্দিক
আগস্ট ৩১, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপি করোনা ভাইরাসে দক্ষিন এশিয়ায় দ্বিতীয় এবং করোনা ভাইরাসের টিকা দেওয়ার হারে দক্ষিণ এশিয়ার মধ্যে সপ্তম অবস্থানে  রয়েছে বাংলাদেশ । 

৮ টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম এবং এর পরের সারিতে রয়েছে আফগানিস্তান।

বাংলাদেশে এ পর্যন্ত ৭৪ লাখ ১০ হাজার ৪৮০ জনকে করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার চার দশমিক ৫৫ শতাংশ মাত্র।

সোমবার পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যের আলোকে এই চিত্র পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, টিকা দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে আছে ভুটান। দেশটিতে ৬২ দশমিক ৩০ শতাংশ মানুষকে পূর্ণ দুই ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে।

করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এবং প্রথম অবস্থানে রয়েছে ভারত। বাংলাদেশে গতকাল সোমবার পর্যন্ত মোট মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন। একই সময়ে ভারতে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছেন ভুটানে।  দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন মাত্র তিন জন।

দক্ষিন এশিয়ায় করোনাতে সব চেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভারতে। সেখানে শনাক্ত হয়েছে তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন।বাংলাদেশে একই সময়ে মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। 

গত ২৬ আগস্ট পর্যন্ত দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ছয়টি দেশের শনাক্তের হার বিবেচনায় দেখা গেছে সবার ওপরে আছে শ্রীলংকা। দেশটিতে শনাক্তের হার ৩২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা নেপালে শনাক্তের হার ১৯ দশমিক ৩ শতাংশ, তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের শনাক্তের হার ১৪ শতাংশ, পাকিস্তানের শনাক্তের হার ছয় দশমিক ৯ শতাংশ, ভারত ও মালদ্বীপ উভয় দেশে শনাক্তের হার এক দশমিক ৯ শতাংশ। আফগানিস্তান ও ভুটানের তথ্য পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।