ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আইভীর গন্তব্য নিউজিল্যান্ড ?

আবু বকর সিদ্দিক
আগস্ট ৩১, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেইলি নারায়ণগঞ্জ রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রথম মেয়র নির্বাচিত হয়ে ২০১৪ সালের ২৮মার্চ বন্দরে গিয়ে মেয়র আইভী বলেছিলেন, নগরবাসীর সেবা করতে করতে তার নিউজিল্যান্ডের সিটিজেনশিপ বা নাগরিকত্ব নাকি হারানোর পথে ছিল। কিন্তু গেন নাগরিকত্ব কি এখনও আছে কি নেই সেটা একমাত্র আইভী নিজেই বলতে পারবেন। তবে এবছর ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে তিনি সেই নাগরিকত্ব ফিরে পাবেন নাকি তার শেষ গন্তব্য নিউজিল্যান্ড, এমন গুঞ্জন চলছে নগরবাসীর মধ্যে। তারা বলছেনমেয়র পদে দীর্ঘ ১৮ বছর ধরে আছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। আসন্ন নির্বাচনে তিনি থাকছেন, নাকি নতুন মুখ আসছে। দলীয় মনোনয়ন না পেলে কী করবেন আইভী? দেশে থাকবেন নাকি সেই আগের মতো নিউজিল্যান্ডে পাড়ি জমাবেন। এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মাঝে।

সিটি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৮৪ সালে প্রথম রাজনীতিতে হাতেখড়ি হয়েছিলো সেলিনা হায়াৎ আইভীর। সেই বছর নারায়ণগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য হয়েছিলেন তিনি। এরপর ১৯৯৩ সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য পরিবেশ সম্পাদিকা পদ পান। এরপর হঠাৎ করেই রাজনীতি ছেড়ে উড়াল দেন সূদূর নিউজিল্যান্ড। সেখানে তার স্বামী কাজী আহসান হায়াৎ এর সাথে দীর্ঘদিন ধরে বসবাস করেন। ২০০৩ সালের ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনের কিছুদিন পূর্বে নিউজল্যান্ড থেকে উড়ে আসেন আইভী। আওয়ামীলীগের সমর্থনে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বছরই শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ পান আইভী। কিছুদিন পর সেই পদ থেকে পদত্যাগও করেন।

বিগত ১৮ বছরে / বার নিউজিল্যান্ডে স্বামীর কাছে গেছেন বলে কথিত আছে। বাকী সময় নারায়ণগঞ্জেই মেয়রের দায়িত্ব পালন করেছেন।

দলীয় নেতাদের দাবি, প্রথম নির্বাচনে বিএনপি ক্ষমতায় থাকায় আওয়ামীলীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে তার জন্য মাঠে নামেন। প্রবাসে থাকা প্রভাবশালী নেতা শামীম ওসমান মোবাইল ফোনের মাধ্যমে সভা সমাবেশে আইভীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে নামান। সেই প্রতিদান হিসেবে শামীম ওসমানের দেশে প্রত্যাবর্তনের দাবিতে ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে ফেষ্টুন নিয়ে দাড়িয়ে থাকতে দেখা গেছে পৌর চেয়ারম্যান আইভীকে।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের সমর্থনে প্রথম নির্বাচনে অংশ নিলেও তখনকার ক্ষমতাসীন দল বিএনপির একটি বড় অংশ আইভীর পক্ষে কাজ করেছিলেন। এর দুটি কারণ ছিলো- এক. বিএনপি একাধীক গ্রুপ একে অন্যের সফলতা চায় নি। দুই. তখনকার আলী আহাম্মদ চুনকা স্মৃতি সংসদের সভাপতি প্রতাপশালী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার, শীর্ষ সন্ত্রাসী জাকির খান, হাসান, বদুরা আইভীর পক্ষে সরাসরি মাঠে নামেন।

২০১৬ সালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটিতে সহ সভাপতি পদে মনোনীত হন তিনি। টানা ১৮ বছর নগরীর শীর্ষপদে থাকা সেলিনা হায়াৎ আইভী সব সময় ক্ষমতার কাছাকাছি থেকেছেন। বিএনপির আমলে বিএনপির শীর্ষনেতাদের সহায়তা নিয়েছেন, আওয়ামী লীগ আমলে প্রথমে শামীম ওসমান, এরপর প্রয়াত নাজমা রহমান, সারাহ বেগম কবরী, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সহায়তা নিয়ে ক্ষমতা টিকে ছিলেন।

বর্তমানে দলের কেন্দ্রীয় কয়েকজন নেতার আশির্বাদ আছে এমনটা দাবি আইভী সমর্থকদের।

এদিকে, নানান বির্তকে আইভীর জনসমর্থন তলানীতে। অবস্থায়  এবারের নির্বাচনে নৌকা প্রতিক পাওয়া অনিশ্চিত। কেন্দ্রীয় সূত্রমতে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন তা নির্ধারণ করবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। যদি, নিজ বলয়ের মাধ্যমে আগেভাগেই মাঠ গরম রাখতে আইভী মনোনয়ন পাচ্ছেন, পেয়েছেন এমন কথা প্রচার করে চলেছে। তবে শেষ সিদ্ধান্তটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবেন।

এদিকে ১৮ বছর ধরে ক্ষমতায় থাকা মেয়র সেলিনা হায়াত আইভীর শেষ পর্যন্ত মনোনয়ন না পেলে কি করবেন? এই প্রশ্ন নগরীজুড়ে ভেসে বেড়াচ্ছে। দলীয় নেতা-কর্মীরা মনে করেন দলীয় মনোনয়ন না পেলে আইভী দেশে থাকবেন না। কারণ বিগত ১৮ বছরে আওয়ামীলীগের জন্য তার কোন অবদান নেই।

দলীয় নেতা-কর্মীদের অবজ্ঞা অপমান করাই ছিলো তার প্রধাণ কাজ। সেই আইভী মেয়র পদে না থাকলে রাজপথে থেকে দলীয় নেতা-কর্মী নিয়ে কাজ করবেন এটা পাগলেও বিশ^াস করবে না। কারন এতো বছরে তিনি কোন সংগঠন বা কর্মী তৈরী করতে পারেননি। তৈরী করেছেন একদল হাইব্রীড দূর্ণীতিবাজ ঠিকাদার। এদের দিয়ে রাজপথে রাজনীতি করা সম্ভব না। এজন্যই মেয়রশীপ না থাকলে ফের নিউজিল্যান্ড ফিরে যাবেন আইভী এমনটাই মনে করছেন তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।