ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রাব্বি প্রশ্নে নিথর কেন ওসি জামান ?

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!



নিজস্ব প্রতিবেদক


 তিনি কখনওই নিজের থানার আশপাশে কিংবা নগরীর ২নং রেইল গেইট, কালীর বাজার, ডিআইটি এলাকার ফুটপাতের হকারদের দেখতে পাননা। আবার কখনও কখনও ভোর রাত পর্যন্ত চাষাড়া এলাকায় করোনাকালে কঠোর লকডাউনে চলমান ‘পরোটা ভাজির’ ভ্রাম্যমান দোকানপাটও দেখতে পাননা।তার থানার মাত্র কয়েক গজ দুরে বিশাল জুয়ার আড্ডাও তিনি দেখতে পাননা। আবার বামপন্থী নেতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিষেদাগার করা রফিউর রাব্বি প্রশ্নেও তিনি একেবারেই ‘ সহজ সরল’ হয়ে যান। এমনকি মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদকের করা জিডির তদন্তে আদালতের নির্দেশ হোক কিংবা আইনজীবি সমিতির সভাপতির করা মামলার নির্দেশ হোক, তিনি সেটাও আমলে নেননা। আদালতের নির্দেশের কপি আগের দিন সন্ধ্যায় থানায় বুঝিয়ে দিয়ে আসলেও পরের দিন সন্ধ্যা পর্যন্ত তিনি সেটি পাননা। যেন রফিউর রাব্বি প্রশ্নে তিনি বেশ সহনশীল। তিনি হলেন সদর থানার ওসি শাহ জামান ।
জানা গেছে, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.মহসনি মিয়ার দায়ের করা মামলার আবেদনের প্রেক্ষিতে দেয়া আদালতের নির্দেশের কপি গত ৩১আগষ্ট সন্ধ্যায় সদর মডেল থানায় দিয়ে আসা হয়। সেই কপি স্থানীয় গণমাধ্যম কর্মীরা পেলেও গতকাল বুধবার সন্ধ্যা অবধি পান নি বা জানেন না বলে জানান ওসি শাহ জামান। এমনকি কোর্ট থেকে কপি আসতে দেরী হবে বলেও জানান তিনি! এর আগেও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রবীন আইনজীবি খোকন সাহা একই ইস্যুতে রফিউর রাব্বির বিরুদ্ধে গত ১৫জুন একটি সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন। ঐ জিডির প্রেক্ষিতে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় আদালতের সরনাপন্ন হয়েছিলেন খোকন সাহা। গত ৮আগষ্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বিষয়টি আমলে নিয়ে  সেপ্টেম্বরের মধ্যে জিডির বিষয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছিলেন সদর মডেল থানার ওসি শাহ জামানকে। জানা গেছে, ঐ নির্দেশ অনুযায়ী গতকাল ( ১সেপ্টেম্বর) পর্যন্ত কোন তদন্ত প্রতিবেদন দাখিল করেননি ওসি শাহ জামান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।