ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

জেলা ও মহানগর মহিলা দলের কমিটি ঘোষণা

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১৪, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলায় ও মহানগর মহিলা দলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেছেন কেন্দ্রীয় মহিলা দলের নেতৃবৃন্দ। এবারের কমিটিতে জেলায় রহিমা শরীফ মায়াকে সভাপতি ও রুমা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এবং মহানগরে দিলারা মাসুদ ময়নাকে সভাপতি ও আয়শা আক্তার দিনাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। শনিবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই দুই কমিটির অনুমোদন দেন।

এছাড়াও জেলা মহিলা দলের কমিটিতে স্থান পেয়েছে সিনিয়র সহ-সভাপতি শাহিনা আক্তার রেহেনা সহ সহ-সভাপতি পদে ৭ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে হাওয়া বেগম সহ সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে শেফালী বেগম সহ সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, এছাড়াও কোষাধ্যক্ষ,দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক, সহ-প্রচার সম্পাদক ২জন, ক্রীড়া সম্পাদক, সহ ক্রীড়া সম্পাদক ১ জন, আইন বিষয়ক সম্পাদক, সহ-আইন বিষয়ক সম্পাদক ১ জন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ১ জন, শিক্ষা বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক, কুটির শিল্প বিষয়ক সম্পাদক পদে ১ জনকে রেখে বাকি ১৫ জনকে সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জোবাইদা নাসরীন রানী সহ সহ-সভাপতি ৩ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক ডলি আহমেদ সহ সহ-সাংগঠনিক সম্পাদ পদে ২ জন, এছাড়াও দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, সহ-প্রচার সম্পাদক ১ জন, আইন বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদক, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ১ জন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ১ জনকে রেখে বাকি ৩০ জনকে সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।