ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

প্রতিবন্ধী শিশুর খোঁজ পেল মা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ১৬, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রুপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া স্ট্যাটসের মাধ্যমে নিখোঁজ প্রতিবন্ধি শিশু মায়া (৯)কে খুঁজে পেয়েছেন মা নাজমা বেগম।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে পুলিশ মায়ের কাছে নিখোঁজ ওই শিশুকে ফিরিয়ে দেন। শিশু মায়া ঢাকার খিলক্ষেত থানার খিলক্ষেত মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রব রাড়ির মেয়ে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, গত (১৫ নভেম্বর) সোমবার রাত ১১টার দিকে তিনিসহ পুলিশের একটি দল পুর্বাচল উপশহর এলাকায় টহল দিচ্ছিলেন। উপশহরের ১০নং সেক্টরের জয়বাংলা চত্বর এলাকায় ৯ বছর বয়সের প্রতিবন্ধি শিশু মায়া কাঁদতে ছিলো। এসময় এএসআই সাইফুল ইসলাম শিশুটিকে ডেকে এনার পর বুঝতে পারেন সে বাকপ্রতিবন্ধি। কথা বলতে পারছেনা। পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এর নির্দেশে ওই এএসআই তার নিজস্ব ফেইসবুকে শিশুটির ছবি দিয়ে নিখোঁজের একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাস দেয়ার পর (১৬ নভেম্বর) মঙ্গলবার সকালে মা নাজমা বেগম রূপগঞ্জ থানায় যোগাযোগ করেন। পরে দুপুরে এসে শিশু মায়াকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

মা নাজমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, “আমার প্রতিবন্ধি মেয়েটি কিভাবে এখানে আসলো কিছুই বুঝতে পারছিনা। পুলিশের সৎ উদ্দেশ্যের কারণে আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। এ জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, মায়াকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা অনেক আনন্দিত।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।