ঢাকাবুধবার , ১৭ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১৭, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও করোনার সময়ে আলোচিত ‘করোনা বীর খ্যাত’ মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ বিষয়ে পিপি রকিব উদ্দিন ডেইলি নারায়ণগঞ্জকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (১৭ নভেম্বর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবি আই) নারায়ণগঞ্জয়ের প্রতিবেদন শুনানি শেষে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালত এ পরোয়ানা জারি করেন। একই আদালতে খোরশেদের বিরুদ্ধে গত সোমবার (২৫ অক্টোবর) ধর্ষণের অভিযোগ করেন এক নারী।

আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবি আই) নারায়ণগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। এদিকে, গত ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবি আইয়ের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম আদালতে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।