ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ডিপিডিসির ২ কর্মী বরখাস্ত

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ১৮, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে ট্রান্সফরমারসহ মালামাল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে বিদ্যুত অফিসের ২ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ২ কর্মী হলেন, নগরীর কিল্লারপুলস্থ ডিপিডিসি পূর্ব জোনের লাইনম্যান আউয়াল হোসেন ও মো. সুমন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ডিপিডিসির ডিজিএম কামরুন নাহার স্বাক্ষরিত এক দপ্তারাদেশে তাদের বরখাস্ত করে ডিপিডিসি দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে ট্রান্সফরমার চুরির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আউয়াল ও সুমনকে পুলিশ গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর পাঠানটুলির আইলপাড়া ফিডার পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ রানা। এ সময় তিনি দেখতে পান, ওই ফিডারের একটি ট্রান্সফরমার, ১২ মিটার এসপিসি পোল, স্ট্রাকচার, লুপ, টোকার তারসহ চুরি হয়ে গেছে। এ ঘটনায় গত ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে বিদ্যুৎ আইনে উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তকালে পুলিশ ঘটনাস্থল গিয়ে এলাকাবাসীর সহায়তায় কিছু ভিডিও ফুটেজ ও ছবি উদ্ধারের পর লাইনম্যান আউয়াল ও সুমনকে শনাক্ত করে। পরে গত ১৪ নভেম্বর তাদের গ্রেফতার করা হয়।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার লাইনম্যান আউয়াল হোসেন (আইডি নম্বর-২১২৯৯) ও সুমনকে (আইডি নম্বর-২১২৯২) এক দপ্তারাদেশে সাময়িক বরাখাস্ত করা হয়।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।