ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বিভাগে বাবুল একাডেমী

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ১৮, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের শেষ ম্যাচ। দু’দল, যারাই জিতবে তারা চ্যাম্পিয়ণ হয়ে প্রথম বিভাগে উঠবে। লীগ খেলা হলেও অঘোষিত ফাইনালে রূপান্তরিত সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ও ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমীর খেলায় ৫ উইকেটে জয় পেয়ে প্রথম বিভাগে উঠলো ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে টস জিতে বাবুল ক্রিকেট একাডেমীর অধিনায়ক মুন্না প্রথমে ব্যাট করতে পাঠান সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমীকে। নির্ধারিত ৪০ ওভারে তারা ১৪০ রান তোলে ৯ উইকেট হারিয়ে। ওপেনার টগর ফিরেন ২ চার ও ১ ছক্কায় ২৩ রানে। অধিনায়ক খেলছিলেন ভালই।

এদিকে, ধৈর্যচ্যুতি ঘটে তার। আশরাফুল ৩ চারে ২৪ রানে ফিরে গেলে চাপে পড়ে দল। সাজু ২ চার ও ১ ছক্কায় ফিরেন ২১ রানে। সাব্বির ১ চার ও ১ ছয়ে ১৯ এবং সোহান ১৩ রান করেন। বাবুল ক্রিকেট একাডেমীর স্পিনার নাফিউজ্জামান রবি সিদ্ধিরগঞ্জের ব্যাটিংএ ধ্বস নামান। ২০ রানে তুলে নেন ৩ উইকেট। অধিনায়ক মুন্না ১৪ রানে তুলে নেন ২ উইকেট। পেসার ফজলে রাব্বি ২৮ রানে পান ২ উইকেট। ১৪১ রানের টার্গেট পায় বাবুল ক্রিকেট একাডেমী। ৩৩ ওভার ৩ বলে এ টার্গেটে পৌঁছতে দৃঢ়তার পরিচয় দিয়েছেন অভিজ্ঞ আব্দুল্লাহ আল মামুন। প্রতিপক্ষের বোলারদের দেখেশুনে খেলেছেন। শেষ পর্যন্ত ৪ বাউন্ডারিতে ৪০ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

উদিয়মান রিয়াদ খেলেছেন দারুন। এর আগে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণ মাঠের বাইরে থাকলেও ব্যাট হাতে নিজের জাত চেনান। ৫ চারে ৩১ রানে ফিরেন রিয়াদ। তুর্যয় ৫ চারে করেন ২৮ রান। ওপেনার খালেদ সাইফুল্লাহ আউট হন ১৮ রানে।

সিদ্ধিরগঞ্জের অধিনায়ক আশরাফুল পন ৪ উইকেট ৩১ রানে। লীগের শেষ খেলায় মুখোমুখি হবে ইসদাইর সূর্যোদয় সংসদ ও নবাগত খানপুর মহসিন ক্লাব জুনিয়র। যারা জিতবে তারা টিকে থাকবে লীগে। যারা হারবে তারা লীগ থেকে এফিলিয়েশন হারাবে

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।