ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১৮, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: র‌্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফতুল্লা ও সোনারগাঁয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন এবং বিষাক্ত সীসা উৎপাদন ও বাজারজাত করার দায়ে এ জরিমানা করা হয়। এদের মধ্যে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে ফতুল্লার ভূঁইগর এলাকার

‘আব্বাসীয়া প্যাকেজিং’কে ২০ হাজার টাকা, কাঁচপুর এলাকার ‘সাঈদ প্যাকেজিং’কে ১০ হাজার এবং বিষাক্ত সীসার গোলবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে বারদী এলাকায় ২টি ভাঙ্গারির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠানসমূহতে উৎপাদিত ১৪৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩০৩০ কেজি বিষাক্ত সীসার গোলবার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সোনারগাঁ ও ফতুল্লায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই ৪টি প্রতিষ্ঠানসমূহ নিষিদ্ধ পলিথিন এবং বিষাক্ত সীসার গোলবার উৎপাদন ও বাজারজাত করায় মো. আবু হাসান,

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ঢাকা; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক)/১৫(১) এবং ৬(গ) ধারা অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা করেন। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য মারত্মক হুমকিস্বরুপ নিষিদ্ধ পলিথিন ও বিষাক্ত সীসা উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে র‌্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।