ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ১৯, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক

মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শফিউদ্দীন আহমেদের মত দেশপ্রেমিকেরা আমাদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণেই আজকের দেশের ও জাতির এই করুণ অবস্থা। রাজনীতিতে হানাহানি, রাজনীতি মারামারি, রাজশাহীতে সংঘাত হচ্ছে। রাজনীতিকে জিম্মি করছে। রাজনীতিতে ভালো মানুষদের আসার দরকার। কিছু কিছু রাজনৈতিক নেতা ও কর্মীদের কারণে ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে। ভাল দেশ, ভালো জাতি গড়তে হলে ভাল নেতৃত্ব আসা প্রয়োজন।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য কিংবদন্তি শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের মৃত্যু বার্ষিকী স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাজনীতি মানুষের কল্যাণে হওয়া উচিত। যে রাজনীতি মানুষকে ভালোবাসা শেখায় না, মৌলবাদী শেখায় সে রাজনীতি জনগণের রাজনীতি হতে পারে না। সে রাজনীতি মানুষের জন্য কল্যাণকর হতে পারেনা। স্বাধীনতার আগের আর পরের রাজনীতিতে অনেক পার্থক্য রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই মানুষকে ভালোবেসে রাজনীতি করার চেষ্টা করছি।

উল্লেখ্য, গত বছরের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।