ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রামদাসের পরলোক গমন

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ২০, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত গীতা পাঠক রাম দাস আচার্য পরলোক গমন করেছেন। শুক্রবার দিবাগত রাত এগারোটা পঁচিশ মিনিটে তিনি পরলোক গমন করেন। তিনি পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের প্রতিষ্ঠালগ্ন থেকে টানা ৪৯ বছর তিনি নিয়মিত গীতা পাঠ করছেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি বহু বছর গীতা পাঠ করেছেন। তিনি সংস্কৃত ভাষার পন্ডিত ছিলেন। দীর্ঘদিন হরিপ্রিয়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুর সময় তিনি এক মেয়ে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার বাবা লাল মোহন আচার্য ওরফে লাল মোহন কাব্যতীর্থ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতের শিক্ষক ছিলেন। তারা ৫ বোন দুই ভাই ছিলেন। তার বড় বোন মাধুরী আচার্য মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী।

শনিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ মহাশ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।

শ্মশানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।