নগর প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভাই আলী রেজা রিপনের করা মামলায় নারায়ণগঞ্জ বার্তার সম্পাদক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সংবাদচর্চার রিপোর্টার সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার (২০ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে নিজ বাসা থেকে লিংকনকে গ্রেপ্তার করা হয়। সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছেন।
গ্রেপ্তারের পূর্বে সৈয়দ সিফাত আল রহমান লিংকন শনিবার ২০ নভেম্বর রাত ২ টা ৫ মিনিটে তার নিজস্ব ফেইসবুক পোস্টে লিখেন, এই মুহুর্তে আমাকে পুলিশ এসে নিয়ে যাচ্ছে, মেয়র আইভীর ভাইয়ের করা আইসিটি মামলার জন্য, দয়া করে আমার সহকর্মী, সকলের সহযোগীতা চাই।
এদিকে, রাতের আঁধারে সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। একই সাথে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভাই আলী রেজা রিপনের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।