ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সিটি অটো রাইস মিলে বিস্ফোরণ: আহত ২ জনের মৃত্যু

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২১, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ:

রূপগঞ্জের রূপসীতে সিটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ চার জনের মধ্যে ২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবলন করেছেন। শনিবার (২০ নভেম্বর) বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতরা হলেন- হযরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)। তাদের বাড়ি উপজেলার গন্ধর্বপুর এলাকায়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিস্ফোরণ হয়ে আসা দুই জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সিটি অটো রাইস মিলে বিস্ফোরণ: আহত ২ জনের মৃত্যু

মো. হযরত আলী (২৫) শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মোঃ বেলায়েত হোসেন (৫৯) রোববার (২১ নভেম্বর) সকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া মোঃ সিরাজুল ইসলাম (৬০) নামের আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।