ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ২৩, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ

ঢাকা-কিশোরগঞ্জ চলাচলকারী যাত্রীবাহি বাসে অজ্ঞান পার্টির জালে পরে রুহুল আমিন নামে এক যুবকের ৩২ হাজার টাকা লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুর ২ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে ভৈরব যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুহুল আমিন সমবায় গ্যাস কনস্ট্রাকশনের সুপার ভাইজার।

ভুক্তভোগী মো. রুহুল আমিন জানান, কোম্পানির কাজে যাতায়াত পরিবহনে করে ভৈরব যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি। এরপর কাঁচপুর থেকে আনুমানিক ৩০ বছরের এক ব্যক্তি উঠে আমার পাশের সিটে বসে। এরপর থেকেই তার গতিবিধি ও আচরণ আমার কাছে অস্বাভাবিক লেগেছে। কিছুক্ষণ পর আমার আর কোন কিছুই মনে নেই। ভৈরব পৌছালে বাসের হেলপার আমাকে ডেকে নামায়। আমার হুঁশ ফেরার পর পকেটে হাত দিয়ে দেখি আমার সাথে থাকা প্রতিষ্ঠানের ৩২ হাজার টাকা নেই।

জানা যায়, এর আগেও একাধিকবার যাতায়াত পরিবহনে যাত্রীদের সঙ্গে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে গাউছিয়া থেকে চিটাগাংরোডে আসার সময় এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঐ বাসের হেলপার ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে চিটাগাংরোডের মুরগী ব্যবসায়ীরা পরে বাসটি আটক করে। পরে বাস কর্তৃপক্ষ জরিমানা দিয়ে বাসটি ছাড়িয়ে নেয়।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।