ঢাকাসোমবার , ২৯ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বউ পেটানো ভুল কিছু নয় ! মনে করেন ভারতের ১৪ রাজ্যের ৩০% নারী

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৯, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেইলি নারায়ণগঞ্জ :

ভারতের ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০ শতাংশ নারী স্বামীর হাতে পিটুনি খাওয়াকে যৌক্তিক বলে মতামত দিয়েছেন। সম্প্রতি দেশটিতে চালানো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ শীর্ষক এক জরিপের ফলে এই তথ্য উঠে এসেছে।

জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার ফলাফল অনুযায়ী, দেশের তিনটি রাজ্যের ৭৫ শতাংশ বা তার বেশি মহিলা ও পুরুষেরা মনে করেন স্বামীর হাতে স্ত্রী মার খাওয়া ঠিক। এই তিন রাজ্য হলো তেলেঙ্গানা (৮৪ শতাংশ), অন্ধ্রপ্রদেশ (৮৪ শতাংশ) ও কর্ণাটক (৭৭ শতাংশ)। শতাংশের হিসেবে খুব বেশি পিছিয়ে নেই মণিপুর, কেরালা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের ৪২ শতাংশ নারী মনে করেন বউ পেটানোর মধ্যে কোনো ভুল নেই।

কেন্দ্রীয় সমীক্ষকরা প্রশ্ন রেখেছিলেন, ‘স্বামী যদি স্ত্রীকে আঘাত করেন বা মারধর করেন, আপনার মতে কি তা যুক্তিসঙ্গত?’ তার উত্তরেই দেশের ১৪টি রাজ্যের ৩০ শতাংশ নারী জানিয়েছেন, এই কাজ ঠিক। যারা বলছেন বউ পেটানো ঠিক, কোন কোন কারণে তা মনে করছেন? এ ক্ষেত্রে সমীক্ষকরা সম্ভাব্য সাতটি কারণের কথা জানতে পেরেছেন।

সেগুলো হলো- স্বামীর সঙ্গে তর্ক করা, স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে না চাওয়া, স্বামীকে না বলে বাইরে যাওয়া, সংসার বা সন্তানদের অবহেলা করা, ভালো রান্না না করা, বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে বলে স্বামীকে সন্দেহ করা এবং শ্বশুরবাড়ির লোকদের ‘অশ্রদ্ধা’ করা। তবে প্রধান কারণটি হলো সংসার বা সন্তানদের অবহেলা করা ও শ্বশুরবাড়ির লোকেদের ‘অশ্রদ্ধা’ করা মনে করেন বেশির ভাগ রাজ্যের নারীরা।

বউ পেটানো ঠিক? এই প্রশ্নের তালিকায় সবার শেষে রয়েছে হিমাচল প্রদেশ। সে রাজ্যের মাত্র ১৪.২ শতাংশ পুরুষ এবং ১৪.৮ শতাংশ নারী মনে করেন, কাজটা ঠিক। বাকিরা এই কাজকে ভুল বলেই মনে করেন।

এই বিষয়ে নারীদের অধিকার নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর বলেন, ‘এটা আসলে পুরুষতান্ত্রিক মনোভাব, যা মহিলাদের একাংশের মনের গভীরে প্রভাব ফেলেছে। এরা মনে করছেন, পরিবার ও স্বামীর সেবা করে যাওয়াটাই তাদের প্রধান কাজ।’

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।