ঢাকাবুধবার , ৮ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশন নিয়ে অভিযোগ-শঙ্কা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৮, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভিডিও দেখতে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার বিস্তর অভিযোগ উঠেছে। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ও শিল্পাঞ্চল খ্যাত ফতুল্লা ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তাই শঙ্কায় ভুগছেন অনেক প্রার্থীই।

অভিযোগ উঠেছে, বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনগুলোতে ঘটা করে হলরুম ভাড়া নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় সুধিজন ও গণমাধ্যমকে সামনে রেখে সবধরনের কার্যক্রম সম্পন্ন করা হলেও এবার নির্বাচন কমিশন অফিসের নিজস্ব হলরুমে স্বল্প পরিসরে মনোনয়ন বিক্রয় থেকে শুরু করে প্রতিক বরাদ্ধসহ সকল কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ।

তাছাড়া প্রতীক বরাদ্ধে ও প্রার্থীদের মনোনয়ন ফরম পূরণ করে দেয়ার নামে অবৈধ লেনদেনের অভিযোগও উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গত মঙ্গলবার ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতীক বরাদ্ধের সময় প্রার্থীদের সাথে আসা লোকজনের উপর পুলিশের সাথে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান নিজেই লাথি ও ধাক্কা দিয়েছেন। ঘটনাটি গণমাধ্যমকর্মীদের কাছে ধরা পরলে বুধবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসে গণমাধ্যম কর্মীদের প্রবেশে রহস্যজনক কারণে বাধা দেয়া হয়। যদিও এসকল বিষয় অস্বিকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি প্রায় ৩০বছর পর ফতুল্লা ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। গত মঙ্গলবার প্রতিক বরাদ্ধের দিন চেয়ারম্যান , সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১৩ পদে ১৩১ জন প্রার্থী, মনোনয়ন প্রস্তাবকারী ও সমর্থনকরীরা আদালতপাড়ায় নির্বাচন অফিসের সামনে ভিড় করেন। এসময় আদালতপাড়া এলাকা লোকে লোকারণ্য হয়ে পরে। জন সমাগম এড়াতে জেলা নির্বাচন কর্মকর্তা হ্যান্ডমাইক নিয়ে সকলকে নির্দেশনা দেন।

এক পর্যায়ে পুলিশের সহয়তায় উৎসুক জনতা ও প্রার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ঠিক ঐ সময়েই নাসিকের আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর মনোনয়ন সংগ্রহের পর তার সমর্থকরা মিছিল করলেও তাতে বাধা না দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে মিছিল করার দায়ে ফতুল্লার ২ জনকে আটক করে পুলিশ। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান নিজেই তেড়ে গিয়ে সেই ২জনকে লাথি মারেন, যা গণমাধ্যমের ক্যামেরায় ধরা পরে।

শুধু তাই নয়, অভিযোগ রয়েছে অনিয়ম হয়েছে প্রতিক বরাদ্ধেও। বেশ কয়েকজন প্রার্থী বলছেন প্রতিক বরাদ্ধের আগেই অনেক প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ঘোষণা দিয়ে তাদের চাহিদামত প্রতিক নিয়ে গেছেন। নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনে এক প্রতিকে একাধিক প্রার্থীর প্রত্যাশা থাকলে নির্বাচন কমিশন লটারীর ব্যবস্থা করতে পারতেন। কিন্তু তা না করে সেখানে স্বজনপ্রীতির মাধ্যমে প্রতিক বরাদ্ধ করা হয়েছে বলে প্রর্থীদের অভিযোগ।

একজন প্রার্থী অভিযোগ করেন, মহামান্য হাই কোর্টের রায় থাকার পরেও আমাকে জেলা নির্বাচন কর্মকর্তা কোন সাহায্যই করছেন না। এ ছাড়াও নাম প্রকাশ না করে নাসিকের এক কাউন্সিলর প্রার্থী জানান, এখন আসলে নির্বাচন কমিশন অফিসে কি হচ্ছে সেটা তারাই বলতে পারবে। আমার এলাকার একজন কাউন্সিলর তো এমন ভাবে আছেন যেন উনি জিতে গেছেন। উনার এখানে প্রবেশ করতে কোন বাধা থাকেনা।

এদিকে বুধবার সকাল থেকে জেলা নির্বাচন কমিশন অফিসে কোন ধরনের গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান। অফিসের দুটি গেটে পুলিশ পাহারায় রেখে সব ধরনের গণমাধ্যম কর্মীদের চলাচলে ব্যপক বাধা প্রদান করা হয়। এদিকে প্রবেশের বাধার বিষয়ে দ্বায়িত্বরত পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন অফিসারের নির্দেশনার বিষয়টি স্বীকার করেছেন গণমাধ্যমের ক্যামেরার সামনেই।

প্রতীক বরাদ্দের অনিয়ম সর্ম্পকে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন বলেন, চাহিদা অনুযায়ী প্রতীকের প্রার্থী বেশি হওয়ায়, রির্টানিং অফিসারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক বরাদ্ধ করা হয়েছে। প্রর্থী বেশি হওয়ায়, সময়ের সল্পতার কারনে লটারি করা সম্ভবপর হয়নি।

যার বিষয়ে অভিযোগ, সেই জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানের মুখোমুখী হয়ে অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, আমি এটা দেখি নাই, আমার নজরে পরে নাই, পরিস্থিতির কারণে এরকম অনাকাঙ্খিত কিছু ঘটে থাকলেও আমি দেখি নাই বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না, এ ব্যপারে জানতে চাইলে তিনি জানান, আজ জেলা পুলিশের সাথে মতবিনিময় ছিল। তাই হয়তো নিরাপত্তায় থাকা পুলিশ প্রবেশ করতে দেয়নি কিন্তু আমি এই নির্দেশনা দেইনি।

ভিডিও দেখতে ক্লিক করুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।