ঢাকাশুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১০, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা এলাকায় অবাদে মাদক বিক্রি হচ্ছে। মাদক কেনাবেচায় বাঁধা দিলেই ঘটছে হামলা, মামলার ঘটনা। দেয়া হচ্ছে প্রঠু নাশের হুমকিও।

জানা গেছে, রূপগঞ্জের তারাব পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় বাংলা মদ কেনাবেচা করতো মাদক স¤্রাট শুক্কুর আলী। তার মৃত্যুর পর ওই ব্যবসা পরিচালনা করছে শুক্কুর আলীর স্ত্রী ও তিন ছেলে আব্দুল বাদশা, রহিম বাদশা, জামাল বাদশা ও মেয়ে হীরা মনি। এছাড়াও টাটকী মেথরপট্টিতে বাংলা মদের ব্যবসা পরিচালনা করছে মেথর পান্না লাল, তোফাজ্জলের ছেলে শাহিন, পান্না লালের ভাই রাজু পান্না, ভাগিনা লাল্টু।

গত ৫ ডিসেম্বর এলাকার যুব সমাজ মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাদক বিক্রেতারা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে যুবকদের ওপর হামলা চালায়। স্থঠুীয় নজরুল চৌধুরীর সেল্টারে ও তার ভাতিজা বিল্লাল ও ফারুকের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা চলছে বলে এলাকাবাসী জানায়।

এলাকাবাসী জানায়, মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় উল্টো ওই যুবকদের হয়রানি করতে টাটকী এলাকার মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে র‌্যাবের ফর্মা শাহীন রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। তারাব পৌর এলাকার মাদক স্পট থেকে র‌্যাবের নাম ভাঙিয়ে মাসোহারা আদায় করে ফর্মা শাহীন। কেউ প্রতিবাদ করলেই মাদক ব্যবসায়ী বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে হয়রানি করে থাকে বলেও এলাকাবাসী জানায়।

হামলার শিকার তারাব হাটিপাড়া এলাকার রোবেল ভুইয়া, বাপ্পী জানায়- গত ৫ ডিসেম্বর প্রকাশ্যে মাদক বিক্রি করছিল শুক্কুর আলীর ছেলে আব্দুল বাদশা ও রহিম বাদশা। এ সময় এলাকার যুবকরা বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে মাদক কারবারিরা যুবকদের উপর হামলা চালায়। এতে ৫জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে ঘটনা ধামাচাপা দিতে স্থঠুীয় নজরুল চৌধুরীর ইন্ধনে মাদক বিক্রেতা তোফাজ্জলের ছেলে ও র‌্যাবের ফর্মা শাহীন বাদি হয়ে রূপগঞ্জ থানায় এলাকার যুবকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, তারাব পৌরসভার টাটকী এলাকায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।