ঢাকারবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ভিওআইপি ব্যবসায় ২৮ কোটি টাকা পাচার

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১২, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসা করে প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করার অভিযোগে দুই ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তারা হলেন- মো. সাইদুর রহমান (৩২) ও মো. হাসিবুল ইসলাম (২৯)। এ সময় অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে অর্জিত প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করে সরকারকে প্রায় তিন কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলেন জানান র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। রবিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাঁর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন। তারা স্বীকার করেন, অবৈধ পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করেছেন। বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সরকারকে ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।