আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যার পাল্লা ভারি হচ্ছে। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, রোববার (১২ ডিসেম্বর) পর্যন্ত মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছে ৯ জন।
তারা হলেন- বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মহানগর বিএনপি সিনিয়র সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সাবেক সাংসদ সদস্য গিয়াস উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী মো. রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ,খেলাফত মজলিসের সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলার সভাপতি এ বি এম সিরাজুল,মামুন,খেলাফত আন্দোলন মোহাম্মদ জসিম উদ্দিন, জয় বাংলা নাগরিক কমিটির মনোনিত প্রার্থী কামরুল ইসলাম বাবু।
এদিকে সোমবার (১২ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড তৈমুর আলম খন্দকার সংগ্রহ করবেন। তার মনোনয়নপত্র কেনার খবরে আলোচনা চারদিকে ঢালপালা ছড়াচ্ছে।
প্রসঙ্গত: তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র যাছাই-বাছাই। ২৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। ২৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৬ জানুয়ারি ভোটযুদ্ধ।