ঢাকারবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নূর হোসেনের ভাই নূর উদ্দিনের ফরম ক্রয়

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ১২, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাত খুন মামলার প্রধান আসামী ও ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত দেশব্যপী বহুল আলোচিত সেই নুর হোসেনের ভাই ও বিএনপি নেতা নুর উদ্দিন নাসিকের আসন্ন নির্বাচনে নাসিকের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য মনোনয়ন ফরম ক্রয় করেছেন। ৫ ডিসেম্বর তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন। সেই থেকেই নূর হোসেনের পূর্বের ক্যাডার বাহিনী ও নাশকতা মামলার বিএনপি, জামাতের আসামীসহ নূর উদ্দিনের অনেক ক্যডার এখন নাসিক ৪ নং ওয়ার্ডে দফায় দফায় মহড়া দিচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে হঠাৎ করে সন্ত্রসীদের দফায়-দফায় মহড়ার কারণে এলাকায় সাধারণ লোকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তাই আতঙ্কিত এলাকাবাসী এ ব্যপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার, র‌্যাব-১১ এর সিও এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

২০১১ ইং ও ২০১৬ ইং সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন নূর হোসেন। বিএনপি আমলে তিনি এলাকায় ছিলেন না। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর নূর হোসেন এলাকায় ফিরে আসেন। সার্বক্ষনিক ক্যডার বেষ্টিত থাকা সেই সময় নূর হোসেন তৈরী করেন নতুন এক সাম্রাজ্য। ২০১৪ সালের ২৭ এপ্রিল সেভেন মার্ডারের পর এলাকা ছেড়ে পালিয়ে যান নূর হোসেন। নূর হোসেন পালিয়ে যাওয়ার পর শিমরাইল মোড়ের ট্টাক স্টান্ডের তার আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী। নূর হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় সেই সময় তার সকল ক্যাডার, সন্ত্রাসীরা গাঢাকা দেয়। ঐ সময় নূর হোসেনের ভাই নূর উদ্দিন ও ভাতিজা শাহজালাল বাদলও পালিয়ে গিয়েছিলো।

দীর্ঘদিন পলাতক থাকার পর নূর হোসেনের ভাই নূর উদ্দিন ও ভাতিজা শাহ জালাল বাদল এলাকায় ফিরে এসে তাদের সাম্রাজ্য উদ্ধারের চেষ্টা করে। সেই চেষ্টারই অংশ হিসাবে নূর হোসেনের ভাই নূর উদ্দিন এবার নাসিক নির্বাচনে তার ভাইয়ের ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার আশায় নমিনেশন ফরম ক্রয় করেন। নূর উদ্দিন নমিনেশন ফরম ক্রয় করার পর থেকে নূর হোসেনের পূর্বর্বর্তী ক্যডার ও সন্ত্রাসীবাহিনীকে এলাকায় আনছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে নূর উদ্দিনের বিএনপি-জামাতের বহু ক্যডার ও নাশকতা মামলার আসামী এখন নাসিক ৪ নং ওয়ার্ডে দফায় দফায় মহড়া দিচ্ছে। কেননা নূর হোসেন দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্মা-আহ্বায়ক হন।

এলাকাবাসী জানায়, বিএনপি-জামাতের ঐ ক্যডাররা এবং নূর হোসেনের সেই সন্ত্রাসী ও ক্যাডাররা এখন দফায় দফায় ৪ নং ওয়ার্ড এলাকায় মহড়া দিচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী। সরকার বিরোধী ষড়যন্ত্র, নাশকতা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী এই নুর উদ্দিন।নির্বাচনকে কেন্দ্র করে নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া, আটি ওয়াবদা কলোনী, শিমরাইল উত্তর পাড়াসহ কয়েকটি এলাকায় উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠককে কেন্দ্র করে নুর উদ্দিনের চারপাশ ঘিরে ছিলো সেভেন মার্ডারের দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেনের ক্যাডাররা। এসময় যুবদল ও বিএনপির নেতাকর্মীরাও শতঃস্ফুর্তভাবে উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আশিক, যুবদল নেতা সেন্টু, নুর হোসেনর ক্যাডার কসাই কাইয়ুম, মাইচ্ছা কবির, যুবদল নেতা ফারুকসহ আরো অনেকেই।

গত কয়েকদিন যাবত নূর হোসেনের বাড়ি ও আশপাশে পটকা ফোটানোর শব্দসহ অদ্ভুত কিছু শব্ধ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন আশপাশের এলাকাবাসী। সন্ত্রাসী ও ক্যডারদের দফায়-দফায় মহড়া এবং পটকাসহ উদ্ভট শব্ধ শুনায় আতঙ্কিত হয়ে পড়ছে ৪ নং ওয়ার্ডের সাধারণ ভোটারসহ এলাকাবাসী। তাই আতঙ্কিত এলাকাবাসী এ ব্যপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার, র‌্যাব-১১ এর সিও এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।