ঢাকারবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

গণসংযোগে শফি উদ্দিন দ্বিগুন ভোটে জয়ী হবো

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ১২, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিউদ্দিন প্রধান বলেছেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা ও সদর নির্বাচন অফিসারগণ আমাদেরকে আশ্বস্ত করেছে ফেয়ার নির্বাচন বা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তাহলে আমি মনে করি আমি যে সেবা দিয়েছি তাতে এই ওয়ার্ডের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমার বিশ্বাস গতবারের চেয়েও দ্বিগুণ ভোট পেয়ে জয়লাভ করবো ইনশাআল্লাহ। বিগত সময়ে আমার ওয়ার্ডে কেউ আসেনি আমার অসহায় মা-বোনদের চোখের জল মুছতে। আমিই ছিলাম তাদের পাশে। আমি জানি তারা আমাকে বিপুল ভোটে পাশ করাবে। কখনো কোন সেবা নিতে আসা মানুষ কোনদিন হয়রানির শিকার হয়নি। তাই বলবো জনগণ কোনদিন আমাকে প্রত্যাখান করবে না।

শনিবার (১১ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলা নির্বচান অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান কাছ থেকে মনোনয়ন পত্র কেনার পরে তিনি এসব কথা বলেন।
শফিউদ্দিন প্রধান বলেন, নির্বাচন নিয়ে আমার প্রত্যাশা থাকবে, এই নির্বাচন হবে নিরপেক্ষ। আমি চাই একটা ফেয়ার নির্বাচন হোক। যদিও আমি একটু দেরিতে মনোনয়ন সংগ্রহ করেছি। আসলে আমি অপেক্ষায় ছিলাম আমার নেতৃবৃন্দদের দোয়ার জন্য। তাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা আমাকে বলেছেন যে, তুমি নির্বাচন করো আমরা তোমার পাশে আছি। আশা করি কোন সমস্যা হবে না। বিজয়ের এই মাসে আমি আজ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মনোনয়ন সংগ্রহের শুভ কাজটি করতে আসছি।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডে আমরা দীর্ঘদিন কাজ করেছি। ২বার কাউন্সিলর ছিলাম। দীর্ঘ ১২বছর ওয়ার্ডবাসীর সেবায় নিয়জিত ছিলাম। বিগত দিনে বিশ্বজুড়ে আমরা ভয়ংকর করোনা ভাইরাস মহামারির মধ্যে কাটিয়েছি। এই সময় সব সময় মানুষের পাশে থেকে সেবা দেয়ার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা এই ১৪নং ওয়ার্ডে যথেষ্ট সেবা দিয়েছি। সেই ক্ষেত্রে মানুষ আমাকে ভালো সাপোর্ট দিয়েছে। আমি করোনায় আক্রান্ত মানুষদের হাসপাতালে নিয়েছি। তাদের চিকিৎসা ব্যবস্থা করেছি। করোনায় মৃত ব্যাক্তিদের যখন মানুষ বর্জন করছিলো আমি সেই মুহুর্তে মৃত ব্যাক্তিদের দাফন কাফন, দাহ করার ব্যবস্থা করেছি। অসহায় দরিদ্রদের পাশাপাশি যারা প্রকাশ্যে চাইতে পারতো না। তাদের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। সেই সময়ে আমাদের পাশে ছিলো ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিদ্যৎ কুমার সাহা, ডিএন রোড বাইতুল মাহফুজ জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিন, ডিএন রোড বাইতুল মাহফুজ জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়া, পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর হোসেন প্রধান, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের পরিচালক নাসির শেখ, মনির হোসেন, আবুল বাশার বাসেদ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ সাহা, মহানগর পূজা উৎযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, এড. বিউটি, পঞ্চায়েত কমিটির কর্মকর্তা বিপ্লব শেখ, হিরু শেখ, দর্পন প্রধান, অর্পন প্রধান, তপন প্রধান প্রমুখ।

উল্লেখ্য, ৩০ নভেম্বর নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০২১ সালের ১৫ ডিসেম্বর (বুধবার)। ২০ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারী (রোববার)।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।