ঢাকাসোমবার , ১৩ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মামুনুলের ৮ হাজারের প্যাকেজ !

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ১৩, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট কান্ডের ঘটনায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষী দিয়েছেন রয়েল রিসোর্টের ম্যানেজার নাজমুল হাসান অনি, সুপারভাইজার আ. আজিজ পলাশ ও নিরাপত্তা কর্মী আনসার সদস্য রতন বড়াল।

এর আগে সকাল পৌনে ১০ টায় কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় তাকে। পরে ২ টায় আবার তাকে কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, রিসোর্টের তিনজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সকাল থেকে সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে আদালতপাড়ায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে গত ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে ‘কথিত’ দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। তার আগে গত ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করার ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ প্রদান করা হয়।

আদালত সূত্র জানান, রিসোর্টের ম্যানেজার নাজমুল হাসান অনির সাক্ষীতে উল্লেখ করা হয়, মামুনুল হক নামাজ ও খাওয়াদার জন্য রিসোর্টে একজন মহিলা নিয়ে আসেন। এরপর রিসোর্টের একটি কক্ষ বুকিংয়ের জন্য ভাড়ার বিষয় জানতে চেয়েছেন। তারপর রিসোর্টের কয়েকটি প্যাকেজের বিষয় জানানো হলে মামুনুল হক রুম ভাড়া ও খাওয়া দাওয়াসহ আট হাজার টাকার প্যাকেজটি গ্রহণ করেন। পরে তাদের ৫০১ নাম্বার রুমটি দেয়া হয়।

রিসোর্টের সুপার ফাইজার আঃ আজিজ পলাশের সাক্ষীতে উল্লেখ করা হয়, একদিনের জন্য রিসোর্টের আট হাজার টাকার বিশেষ প্যাকেজ গ্রহন করে বিকাশে টাকা প্রদান করেন মামুনুল হক।

রিসোর্টের নিরাপত্তাকর্মী আনসার সদস্য রতন বড়ালের সাক্ষীতে উল্লেখ করা হয়, সেদিন আনসার সদস্য রতন ও ইসমাইল এবং ৩জন সিকিউরিটি গার্ডসহ গেইটে ৫জন দায়িত্ব পালন করছিলেন। বিকেল ৩টার সময় একটি গাড়ি চালিয়ে মামুনুল হক রিসোর্টে আসেন। তাকে জিজ্ঞেস করলে তিনি ভিতরে যাবেন বললে গেইট খুলে দেয়া হয়।

সাক্ষী শুনানীতে বাদী ও রাষ্ট্রপক্ষে ছিলেন,পাবলিক প্রশিকিউটর রকিবুজ্জামান রাকিব। তাকে সহযোগিতায় ছিলেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহসীন,হাসান ফেরদৌস জুয়েলসহ কয়েকজন। অপর দিকে আসামী পক্ষে ছিলেন,আনিসুর রহমান মোল্লা সহ কয়েকজন। এরআগের ধার্য দিনে মামলার বাদী প্রথম সাক্ষী দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাকিবুজ্জামান রকিব জানান, কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। সেই মামলায় এনিয়ে ৪জনের সাক্ষী হয়েছে। সাক্ষীকে উভয় পক্ষ জেরা করেছেন। উল্লেখ্য, মামুনুল হক গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে ওই রিসোর্টে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।