ঢাকাসোমবার , ১৩ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পাওনার দাবিতে জেলা প্রশাসককে শ্রমিকদের স্মারকলিপি

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ১৩, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং এ্যাপারেলস লিঃ (ফ্যাশন সিটি)’র শ্রমিকেরা আজ সকাল ১১টয় নারায়ণগঞ্জের ২নং রেল গেইট থেকে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে। মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে পুলিশী বাঁধার মুখে পড়ে। পুলিশী বাঁধা উপেক্ষা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতৃবৃন্দ ডিসি বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে কারখানার শ্রমিক সীমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব , গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস.এম.কাদির , গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খানঁ , কারখানার শ্রমিক, সাবিনা , রিনা , বিনু ও তহুরা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাশন সিটি মালিক কর্তৃপক্ষ গত ১২ সেপ্টেম্বর’২০ তারিখে কারখানাটি হঠাৎ লে-অফ করে। বেপজা আইন লঙ্ঘন করে অতিরিক্ত আরো ৩ মাস লে-অফ করে রাখে। জানুয়ারী’২১ শেষ সপ্তাহে এসে মালিক কর্তৃপক্ষ জানায় কারখানাটি ১ জানুয়ারী’২১ তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য ডিসেম্বর’২০ মাসের বকেয়া বেতন গ্রহন করতে শ্রমিকরা কারখানায় গেলে পুলিশ ও সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হামলা চালায় এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। ১৬ জানুয়ারি’২১ বেপজা কতৃপক্ষ শ্রমিক নেতৃবৃন্দর সাথে কুনতং এ্যাপারেলস লিঃ এর সংকট নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা করেন। তখনো বলা হয়েছে কারখানাটি লে-অফ। বাস্তবে কারখানাটি ব্যাক ডেটে বন্ধ করা হয়েছে। শ্রমিকরা আইন মেনে দীর্ঘদিন লাগাতার আন্দোলন কর্মসূচি করার ফলে গত ১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারী ’২১ শ্রমিকদের আইনগত প্রাপ্য পাওনা থেকে মাত্র ৩৬% পরিশোধ করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ থেকে বলা হয় অবশিষ্ট ৬৪% পাওনাদি অচিরেই পরিশোধ করা হবে। কিন্তু এখন পর্যন্ত প্রায় ১০ মাস অতিক্রান্ত হলেও শ্রমিক-কর্মচারীদের বকেয়া ৬৪% পাওনাদি পরিশোধ করা হয় নাই। বিভিন্ন মাসের বিভিন্ন তারিখে বেপজা কর্তৃপক্ষ পাওনাদি পরিশোধের মৌখিক তারিখ দিলেও পাওনা পরিশোধ করে নাই । বরং শ্রমিকরা তারিখ মোতাবেক ইপিজেড গেইটে জড়ো হলে উপস্থিত শ্রমিকদের উপর হামলা করা হয় এবং শত শত অজ্ঞাত শ্রমিকদের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দেয়া হয়।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, টার্মিনেশন ও মার্তৃত্বকালীন সুযোগ সুবিধার টাকা শ্রমিক কাজ করা অবস্থায় মালিকের নিকট আইন অনুযায়ী জমা থাকে, তাহলে টাকা পরিশোধে এত গড়িমসি, অজুহাত দেখিয়ে বিলম্ব কেন? শ্রমিকদের বকেয়া প্রাপ্য পাওনা আত্মসাৎ প্রচেষ্টাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান। ইপিজেডস্থ শ্রম আইন আলাদা করেছে সরকার মালিকদের রক্ষা করার জন্য এবং শ্রমিকেরা নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার নিশ্চিতভাবে যাতে পায় সেজন্য। এই ১০ মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে বাসাভাড়া গ্যাস বিল বেড়ে যাওয়ায় শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছে। তাদের সন্তানদের লেখাপড়া, পরিবারের সদস্যদের চিকিৎসা করতে না পারার সঞ্চয় না থাকার কারনে বিপদ থেকে রক্ষা পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী ইপিজেড এর সমস্ত ভালোমন্দ দেকভাল করেন, তাহলে এই শ্রমিকরা আজকে রাজপথে বিক্ষোভ কর্মসূচী পালন করছে তাদের খবর কি রাখেন না? ৬৪ শতাংশ বকেয়া প্রাপ্য পাওনা আদায় করে দেওয়ার জন্য গত ১২ নভেম্বর২১’ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার ও.সি এবং গত ২৮ নভেম্বর’২১ জেলা প্রশাসক, পুলিশ সুপার, আদমজী বেপজা কতৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার-৪ বরাবর স্মারকলিপি পেশ করেছে। এখনো সংকট সমাধান করতে কোনো কতৃপক্ষ এগিয়ে আসেনি।
নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বকেয়া ৬৪% প্রাপ্য পাওনা পরিশোধ করার আহ্বান জানান। অন্যথায় শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।