ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র!

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ৩, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

সম্মিলিত সঞ্চয় তহবিলের নামে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে প্রতারকচক্রের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

নারায়নগঞ্জের বাবুরাইল বউ বাজার এলাকায় শুক্রবার বিকাল ৩ টায় একটি বিশাল জনসভার আয়োজন করে সম্মিলিত সঞ্চয় তহবিলের প্রতারক চক্রের দ্বারা প্রতারিত বিক্ষুব্ধ গ্রাহকরা। এসময় দীর্ঘদিন ধরে আত্মসাৎ হওয়া গ্রাহকদের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা।পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ১ আফসানা আফরোজ বিভাগ ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর আশ্বাসে শান্ত হয় বিক্ষুব্ধ  গ্রাহকররা।

সম্মিলিত সঞ্চয় তহবিল দ্বারা প্রতারিত কয়েকজন গ্রাহক জানান, রমজান আলী প্রতারক বিভিন্ন সময় বারংবার তারিখ দিলেও, গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছেন না।আমরা বিভিন্ন সময় তাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করার পরও আমাদের কষ্টার্জিত টাকা ফেরত না দিয়ে আত্মগোপন করেছে। আমরা চাই অনতিবিলম্বে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। এ ব্যাপারে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র!

১৭ নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আপনারা এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটাবেন না যাতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হয়। এর আগেও এই বউবাজারের একটি সমিতির দ্বারা বিভিন্ন গ্রাহকের টাকা হাতিয়ে নেয়া হয়েছিল। আমি তা উদ্ধার করে গ্রাহকদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। এবারও আপনাদের টাকা খুব শীঘ্রই ফিরিয়ে দেয়ার জন্য যা যা করণীয় ইতিমধ্যে সেই পদক্ষেপ গ্রহণ করেছি। আমি আব্দুল করিম বাবু এই এলাকার গরিব মেহনতী মানুষের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার স্বার্থে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তা করতে রাজি আছি।

তিনি আহ্বান করেন, সম্মিলিত সঞ্চয় তহবিলের নামে ভিক্ষুকের ভিক্ষা করা টাকা, প্রতিবন্ধীর টাকা, গরীব ও মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ চক্রবদ্ধ প্রতারক রমজান আলী ও প্রতারক তানিয়া দ্বারা হাতিয়ে নেওয়া হয়েছে তা অনতিবিলম্বে ফেরত দিয়ে দিন। আমি ইতিমধ্যে রমজান আলী দ্বারা প্রতারিত গ্রাহকদের সাথে কথা বলে তার বিরুদ্ধে ৫ কোটি টাকার চেক ডিজঅনারের মামলা করি।

বিক্ষুব্ধ গ্রাহকদের শান্ত ও আশ্বস্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শকের পক্ষে উপ-পরিদর্শক (ওসি) সাঈদ। এ সময় উত্তেজিত হয়ে যাওয়া গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা কোন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। আপনাদের মধ্যে থেকে ৫ থেকে ১০ জনের একটি প্রতিনিধিদল থানায় এসে অভিযোগ করুন।অভিযোগের প্রেক্ষিতে আমরা সম্পূর্ণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা কাদির দেওয়ান ও এলাকার সম্মানিত মুরুব্বিগণ সহ প্রতারিত গ্রাহকবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।