ঢাকাশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধাদের চরণধুলি নিলেন শামীম ওসমান

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৮, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। সেই বীর মুক্তিযোদ্ধাদের চরণধুলি নিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় সংসদ সদস্য শামীম ওসমান।

স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার (১৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে শত শত মানুষের সামনে দুই বীর মুক্তিযোদ্ধার চরণধুলি নেন শামীম ওসমান।

সেই বীর মুক্তিযোদ্ধারা হলেন- মোহাম্মদ আলী ও বেগম ফরিদা আক্তার। এসময় তারা দু জনেই শামীম ওসমানকে বুকে জড়িয়ে নেন। আলিঙ্গনে রাখেন র্দীর্ঘক্ষন পরম মমতায়। উপস্থিত সকলের চোখ জলে টলমল তখন। নিরব আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।

চরণ ধুলি নেওয়ার আগে বীর মুক্তিযোদ্ধারেদ উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আমরা যতকিছুই হয়ে যাই না কেন, আপনাদের উপর দিয়ে যেতে পারবো না। কারণ, আপনারা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আপনার যা করেছেন, সেটা করার ক্ষমতা আমাদের নাই, আর যাতে নাও দেয়। এই দু’জনের পদধুলী নিয়ে সারাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমার সালামটাকে পৌছাতে চাই।

শামীম ওসমান আরও বলেন, কার্ল হাইনরিশ মার্ক্স একটা কথা বলেছিল- হাজার হাজার গেরিলার থেকে, আদর্শবাদী গেরিলা একটা এলাকার জন্য একজনই যথেষ্ঠ। এবং সেটা আপনারা প্রমাণ করেছিলেন। পাক বাহিনীর মতো একটি দক্ষ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। কোন অস্ত্র ছিল না, কোন প্রশিক্ষণ ছিল না। আমি আমার বাবাকে দেখেছি, মহিলাদেরকেও প্রশিক্ষণ দিতে। কিভাবে প্রলোভন দেখিয়ে একা ঘরে নিয়ে যাবে, গোল মরিচ চোখের মধ্যে দিয়ে তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দিবে। আল্টিমেটলি ইজ্জত যাবেই, তারপরেও একটা মেরেই নিবো। ‘আগে মারো, তারপর মরো’ এই ধরণের কথা বার্তা। কী ত্যাগ করেছেন আপনারা। কিন্তু আমরা আপনাদের সুযোগ্য উত্তরসূরী হতে পারিনি। আমি মনে করি, আপনাদের যথাযথ সম্মান করতে পারছি না।

অনুষ্ঠানে ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়। তাঁরা হলেন- মোহাম্মদ আলী, একেএম সেলিম ওসমান, মনির উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ মহিউদ্দিন, মো. ওসমান গনি ভূঁইয়া, শাহ আলম চৌধুরী, তমিজউদ্দিন রিজভী, শাহাবুদ্দিন আহমেদ, শেখ হায়দার আলী পুতুল, মো. শাহীদুল্লাহ, আব্দুল কাদির, আব্দুল রাশেদ রাশু, আজহার হোসেন, আব্দুল কাদের, আব্দুল কাদির দেওয়ান, ফয়েজুর রহমান, বেগম ফরিদা আক্তার, গোলাম দস্তগীর গাজী, মো. হাসান ভূঁইয়া, মো. ইব্রাহিম, খবির আহমেদ, মঞ্জুরুল হক, মোসলেহউদ্দিন আহম্মেদ।

আর মরোণত্তোর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ক্রেস্ট পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। তাঁরা হলেন-প্রয়াত নাসিম ওসমান, মহিউদ্দিন আহমেদ খোকা, মোস্তফা সারোয়ার, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন আহমেদ বীর প্রতীক, আফজাল হোসেন, এমএ আউয়াল, চৌধুরী বাচ্চু, মনির হোসেন, মোবারক হোসেন, আব্দুল হামিদ, প্রয়াত শাহ জালাল ও আমিনুর রহমানকে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।