ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৯, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জের কদমতলী মধ্য পশ্চিমপাড়া এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাজী সেকান্দর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলুল হক জুয়েল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লতিফ ফকির, বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ সেলিম, ডা. বেলায়েত হোসেন, সাঈদ খান, মো. সিদ্দিক খান, আল নাহিয়ান বিপ্লব, ৭নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর আলী আহম্মদ আলার বড় ছেলে আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থী ফজলুল হক জুয়েল বলেন, আমি শুধুমাত্র এসেছি আপনাদের সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন করতে। এই এলাকাকে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। আমাদের এই সমাজের যে সমস্যাগুলো আছে তা চিহ্নিত করে সেই সমস্যাগুলো নিরসনে আপনাদের কাধে কাধে কাজ করে যাবার জন্যে আমি এসেছি।

আমি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে যা যা করণীয় তা আমি করবো। আমি কাউন্সিলর হওয়ার পর যে করতে পারবো তা কিন্তু না আমি কাউন্সিলর হলে এসব কাজগুলো আপনাদের জন্যে খুব দ্রুত করতে পারবো। আপনাদের কাছে যদি মনে হয় আমি যোগ্য তাহলে দয়া করে আপনার সেই মূল্যবান ভোটটি আপনি আপনাকে দেন তাহলেই আমরা জয়ী হবো। নির্বাচনে আসলে অনেকে অনেক কিছু বলে। কেউ বলে নির্বাচন করার জন্যে আর কেউ বলে উন্নয়ন করার জন্যে।

আমি যদি আপনাদের ভালোবাসা পেয়ে নির্বাচিত হই তাহলে এই ৭নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আমি প্রতিশ্রুতিতে না আমি কাজে বিশ্বাসী। সেই কাজ করার জন্যে আমাকে সুযোগ দিন। সে সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই সুযোগটা আপনারা কাজে লাগান। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের পাশে আছি।

বক্তব্য শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।