ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

তৈমূরের পাশে আকরাম

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৯, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সাবেক আওয়ামীলীগ দলীয় এমপি ও নাগরিক ঐক্যেও কেন্দ্রীয় নেতা এসএম আকরাম বলেছেন, আজকে আমি এসেছি সকলকে বুঝাতে যে আমি তৈমূরের পাশে আছি। আমি লোক দেখানোর জন্য আসি নাই। আমি সকলের সন্দেহ দূর করার জন্য এসেছি। তৈমূর নির্বাচিত হোক এটা আমার একান্ত কাম্য।

দীর্ঘদিন পর আমরা একটা সুযোগ পেয়েছি। এ সুযোগ কাজে লাগাতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিগত দিনে কি হতো দেশে সেটা সবাই জানে, খোদ প্রধানমন্ত্রীও জানে। আমি আওয়ামীলীগেরও যারা বিবেকবান আছে যারা দেশের ভালো চান তাদের বলছি সরকারের পরিবর্তন প্রয়োজন দেশের স্বার্থে জনগণের স্বার্থে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর কদমরসূল দরগায় আকরাম এসব কথা বলেন।

উল্লেখ্য, এস এম আকরাম ৯৬ হতে ২০০১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ছিলেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের আহবায়ক হন। ২০১১সালে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতাকারী সেলিনা হয়াত আইভীর নির্বাচনের মূল দ্বায়িত্বটি ছিল এস এম আকামের উপর।

স্থানীয়রা মনে করেন ঐ নির্বাচনে আইভীর জয়ের নেপথ্য কারিগর ছিলেন এস এম আকরাম। যদিও আইভী বিজয়ী হওয়ার পরের দিনই এস এম আকরাম জেলা আওয়ামীলীগের পদ থেকে পদত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।