ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে কোটি টাকার মিশন ফেল

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৯, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ।রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান চলে।

অভিযোগ রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, দুই কাউন্সিলর, ক্ষমতাসীন দলের কতিপয় রাজনৈতিক নেতা ও স্থানীয় মাস্তানরা এই সকল অবৈধ দোকানপাট থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা নিতো। ফুটপাতের দোকানীদের হিসেব মতে, মাসে কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়ে আসছিল এইখান থেকে।

ফলে স্থায়ীভাবে কখনোই উচ্ছেদ হয়নি সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা। এক পর্যায়ে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর কাঁচপুর হাইওয়ে পুলিশ শিমরাইল মোড়ে ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু চাঁদার টাকার ভাগিদারকে অসহযোগিতার কারণে বেশি দিন সড়ক দখল মুক্ত রাখতে পারেনি কাঁচপুর হাইওয়ে পুলিশ। ধীরে ধীরে গড়ে উঠে অবৈধ দোকান-পাট।

নতুন করে কোটি টাকার চাঁদাবাজির মিশনের নামে সেই চক্রটি। শুধু তাই নয়, চাঁদাবাজ চক্রটি ফুটপাত উচ্ছেদ ও দোকানীদের বসতে দেয়ার দাবিতে মিছিলও বের করে। এক পর্যায়ে এক চাঁদাবাজকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিন্তু চাঁদাবাজদের শেল্টারদাতারা দুই-তিন দিনের মধ্যে তাকে জামিনে বের করে আনে।

অভিযোগ রয়েছে, চাঁদাবাজ চক্রটিকে ম্যানেজ করেই গড়ে উঠতে থাকে অবৈধ দোকানপাট। কিন্তু নাটকীয়ভাবে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উচ্ছেদ অভিযান চালায়। ফলে এই উচ্ছেদের কার্যকারিতা কতদিন থাকবে তা দেখায় অপেক্ষায় পথচারীরা।

যদিও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানিয়েছেন, যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের তথ্যমতে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সরকারি জায়গা দখল করে প্রভাবশালী একটি চক্র কয়েক শত দোকান গড়ে তুলেছিল। এর মধ্যে ১১৪টি রেডিমেট কাপড়ের দোকান, ৩৬টি মোবাইল কাভার ও ব্যাটারির দোকান, ৪৮টি ফলের দোকান, ৩০টি জুতার দোকান ছাড়াও ব্যাগ, মোবাইল এক্সেসরিজ, চা-পান, খাবার দোকান, সবজিসহ বিভিন্ন দোকান উল্লেযোগ্য।

এই সকল দোকান থেকে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে দৈনিক হিসেবে ১৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছিল তারা। শুধু তাই নয়, এসব দোকান থেকে এককালীন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রিম নিয়েছে। মাসে কোটি টাকা চাঁদাবাজি হতো এসব দোকান থেকে।

এছাড়া আহসান উল্লাহ মাকের্ট, চম্পক সুপার মার্কেট, নেকবর আলী মার্কেট, কাসসাফ শফিং কমপ্লেক্স, বদর উদ্দিন সুপার মার্কেট, চাঁন সুপার মার্কেট কর্তৃপক্ষ তাদের মার্কেটের সামনে সরকারি জায়গায় দোকন তুলে মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি করে আসছিল। চলাচলের পথ দখল করে অবৈধ দোকান গড়ে ওঠায় পথচারীদের হাঁটার পথ সংকুচিত হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে তারা। কিন্তু দেখার যেন কেউ ছিল না। কারণ প্রভাবশালীরা নিয়মিত চাঁদার ভাগ পাওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম আলোর মুখ দেখতো না।

একপর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর সড়কের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানায় এলাকাবাসী ও পথচারীরা। ভবিষ্যতে যাতে আর সড়ক দখল করে এসব অবৈধ দোকানপাট বসতে না পারে এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিল তারা। কিন্তু স্থানীয় প্রশাসনের উদাসীনতায় ধীরের আবারো দোকান-পাট বসতে শুরু করে। অভিযোগ রয়েছে চাঁদা দিয়েই ক্ষুদ্র ব্যবসায়িরা ফুটপাতে দোকানগুলো বসাচ্ছিল।

উচ্ছেদে ক্ষতিগ্রস্ত দোকানদারদের তথ্যমতে, সড়কের উপর ফুটপাথে দোকান বসাতে এককালীন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রীম দিতে হয়েছে। আর দৈনিক ভাড়া দোকান ভেদে ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত দেয়া লাগতো। কিন্তু উচ্ছেদ করার পর এককালীন অগ্রীম যে টাকা দিয়েছিল তা ফেরত পাচ্ছে না তারা।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতা, পুলিশ, কাউন্সিলর ও স্থানীয় মাস্তানরা নিয়মিত চাঁদা নিতো। কিন্তু উচ্ছেদের সময় এখন আর তাদের দেখা যাচ্ছে না।

এদিকে স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, কয়েক দিন পরপর উচ্ছেদের নামে পুলিশ ও অবৈধ দখলদারদের ইঁদুর-বিড়াল খেলা ভালো লাগে না। স্থায়ীভাবে উচ্ছেদ করা হোক অবৈধ দখলদারদের।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।