ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আইভীর নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ২৪, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডে বিজয় সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন হলেও ছিল না স্বাধীনতা, বঙ্গবন্ধুর আত্মত্যাগ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা আর বিজয়ে সুবর্ণজয়ন্তী নিয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে কোন কথাই! কয়েক ঘন্টার এই সমাবেশটিকে ঘিরে শুধু দেওয়া হয়েছে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় দিক নির্দেশনা ও মেয়র প্রার্থী আইভীর ভোটের কথা।

সমাবেশটিকে নির্বাচনী সমাবেশ বলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তুলছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন। প্রকাশ করেছেন ক্ষুব্দ প্রতিক্রিয়া।

নগরীর শেখ রাসেল পার্কে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে সমাবেশটি শুরু করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। সেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীও উপস্থিত ছিলেন।

ব্যানারে ‘বিজয় সমাবেশ’ লেখা থাকলেও কয়েক ঘন্টার এই সমাবেশটি আসন্ন সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট প্রার্থনা করা হয়েছে। তাই অনেকেই অনেকের মতে, এটা নির্বাচনী সভা হয়েছে। সমাবেশকে ঘিরে পুরো শহরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে সাটানো হয়েছে পোস্টার, ব্যানার ও ফ্যাস্টুন। বিলবোর্ডেও চাওয়া হচ্ছে নৌকার প্রতীকের পক্ষে ভোট।

বিজয় সমাবেশের নামে প্রার্থীকে নিয়ে নির্বাচনী সমাবেশ হওয়ায় আচরণবিধি ভাঙ্গার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আঙ্গুল তুলেছেন প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ অনুসারে প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রার্থী বা তার পক্ষের কোন লোক রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সাংস্থা বা প্রতিষ্ঠান কোন নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবে না। আচরণ বিধিতে আরও উল্লেখ আছে, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে বিলবোর্ড ব্যবহার করা যাবে না।

স্বতন্ত্র প্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, বিজয় দিবসের দিনে আমাকে বিজয় মিছিল করতে নিষেধ করা হয়েছে। আজ বিজয় সমাবেশের নামে যে নির্বাচনী সমাবেশ হলো, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকাই নেই। এতেই বোঝা যায়, নির্বাচন কমিশন কোন দিকে এগিয়ে চলছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থ মাওলানা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্বরতরা আমাদের বরাবরই বলেছে, আইন সবার জন্য সমান, আচরণবিধি মেনেই নির্বাচন করতে হবে। কিন্তু এখন দেখছি পরিস্থিতি পুরোই ভিন্ন। প্রতীক বরাদ্দ হবে ২৮ ডিসেম্বর। অথচ প্রতীক বরাদ্দের আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পুরো শহরে প্রতীকসহ ফেস্টুন ব্যানারে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি বিজয় সমাবেশের নামে নৌকার পক্ষে সমাবেশ করে ভোট হাওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে বলতে চাই, সবার জন্য সমান আইন রাখুন। না হলে আমাদেরও লোক আছে, তারাও আচরণবিধি ভাঙ্গতে বাঁধ্য হবে। তখন কিন্তু আমরা দায়ী থাকবো না।’

তবে, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, আপনাদের কাছে জানাবে কেন? আমাদের কাছেইতো জানাতে পারে। আমাদের কাছে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।