নাসিকে মেয়র প্রার্থী কামরুলসহ ৩ কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবুসহ ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন-মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ড সাধারণ কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ ভূঁইয়া ও একই ওয়ার্ডের অপর প্রার্থী কাজী জহিরুল ইসলাম।  গত ২০ ডিসেম্বর প্রাথমিক বাছাইয়ে আয়কর রিটার্ন ও ঋণখেলাপীর কারণে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা বরেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার। পরবর্তীতে মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা আপিল করলে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় এক রায়ে তাদের মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়।

প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ