ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আজ ১২ ইউনিয়নে ভোট

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ২৫, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভোটগ্রহণ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠে নামানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণও।
চতুর্থ ধাপের নির্বাচনে নারায়ণগঞ্জের ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। আড়াইহাজারের ১০টি, সোনারগাঁ ও সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে নির্বাচন হবে।

ইতোমধ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের আরও কিছু ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। এতে কিছু ছোট ছোট নির্বাচনী সহিংসতা ছাড়া দেন কোন দুর্ঘটনা ঘটেনি।

মাঠ প্রশাসন থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর হওয়ার জন্য ইসিতে সুপারিশ করেছে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যার ধারাবাহিকতায় নিয়োজিত রয়েছেন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আড়াইহাজার উপজেলায় র‌্যাবের রয়েছে ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং টিম, বিজিবির ২ প্লাটুন সদস্য নিয়োজিত আছে মোবাইল টিম হিসেবে। আর ১ প্লাটুন নিয়োজিত রয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

চতুর্থ ধাপে নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আড়াইহাজারে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৬ জন চেয়ারম্যান প্রার্থী।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।