ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পার্ক দখলের রাজনীতি নিয়ে সমালোচনা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ২৫, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন পার্কে রাজনৈতিক সমাবেশ হওয়ায় বেশ সমালোচনা চলছে নগরী জুড়ে। নাগরীক প্রতিনিধিরা বলছেন, এই প্রথা চালু হওয়ায় অন্য দলগুলোও সমাবেশ করতে চাইবে। এতে নগরবাসী পার্কটির সুফল থেকে বঞ্চিত হবে। বিজয় সমাবেশের নামে গত ২৪ ডিসেম্বরের আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে এমন সমালোচনা চলছে।

জানা গেছে, আসন্ন নারায়ণগঞ্জ করপোরেশন নির্বাচনে অংশ নিতে গত ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেন সেলিনা হায়াৎ আইভী। একই দিন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তাকে অর্পণ করা হয়। তাই অনুমতি ছাড়া কোন ভাবেই সমাবেশ করতে পারে না সাবেক মেয়র।

২০১১ সালে নগরীর জিমখানা লেক খনন, সংস্কার ও সৌন্দর্য্য বর্ধনের সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত হয়। পার্কটি চলতি বছরই চালু হওয়ার কথা ছিল। স¤প্রতি এই পার্কটির উদ্বোধন করতে চেয়ে ছিলো সিটি করপোরেশনও। কিন্তু কাজ শেষ না হওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধন যোগ্য নয় বলে জানানো হয়।

অথচ, উদ্বোধনের পূর্বেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই পার্কের মাঠটিতে বিজয় সমাবেশের নামে নির্বাচনী সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। সেখান থেকেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করে আনার ঘোষণাও দিয়েছেন। নির্মাণাধীন পার্কে এমন একটি রাজনৈতিক সমাবেশ হওয়ায় বেশ সমালোচনা চলছে নগরীজুড়ে।

সিটি করপোরেশনের জমিতে সভা বা সমাবেশ করতে হলে সংস্থাটি থেকে অনুমতির প্রয়োজন হয়। নির্মাণাধীন পার্কে সভার অনুমতি দেওয়া হয়েছে কি না? জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ জানান, পার্কে কি ভাবে সমাবেশ করেছে, বা অনুমতি নিয়েছে কি না, এ সকল কিছু বলতে পারবে প্রধান নির্বাহী কর্মকর্তা।

আর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন একই প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গিয়ে বলেন, আমি পরিবারের সাথে সময় কাটাচ্ছি। বিষয়টি নিয়ে পরে আপনার সাথে কথা বলবো।

এ ব্যাপারে আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মন্ডলীর সদস্য এড. মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, এখনও উদ্বোধনই হয়নি পার্কটি। সেখানে কি করে সমাবেশ করেছে আওয়ামী লীগ, সেটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি পার্কের মধ্যে রাজনৈতিক সমাবেশ হওয়ায় তাঁদের দেখে অন্যরাও করতে চাইবে। এতে পার্কটির বিনোদন ব্যবস্থা থেকে বঞ্চিত হবে নগরবাসী।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।