ঢাকাসোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৩, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁ:

সোনারগাঁ উপজেলা পরিষদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়া। উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর-রহমান সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এমন তথ্যই জানান দিলেন। ১০টি ইউনিয়ন নিয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ এলাকা।

গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে পদটি শূন্য হয়। পরে ২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর সেখানে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন উপলক্ষে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গির আলম ও শাহাজালাল ভূঁইয়াসহ ৫ জন নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল।

উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর-রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, ‘১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়ন পত্র একমাত্র জমা পড়েছে।’ প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী একক প্রার্থী হওয়ায় শামসুল ইসলাম ভূঁইয়া এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।