ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনি, ৪ ডাকাত নিহত

ডেইলি নারায়ণগঞ্জ
মার্চ ১৮, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি অভিযোগে গ্রামবাসীর গনপিটুনিতে ৪জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার (১৭ মার্চ) ভোররাত ১ টার দিকে কাচঁপুরের বাগরী এলাকায়েএ ঘটনা ঘটে। নিহতের ও আহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, রবিবার রাত একটার দিকে বাগরী গ্রামের বিলে পাড়ে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য অবস্থা নেয়।

এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।

এসময় গ্রামবাসীর গণপিটুনিতে ৪ জন মারা যায়। এছাড়া আরও ১ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এবিষয়ে পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেছেন, সোনারগায়ের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর আছে একজন আহত হয়েছেন। আমাদের পুলিশ ঘটনাস্থালে আছেন তারা এ বিষয়ে কাজ করছে।

সোনারগাঁয়ের পরিদর্শক তদন্ত মহসিন মিয়া গণমাধ্যমকে জানান, বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।