ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ: ৩১ দিনে ২৯ লাশ উদ্ধার

আবু বকর সিদ্দিক
এপ্রিল ২, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গত ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১ মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২৯টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, ২৯টি লাশ উদ্ধারের মধ্যে হত্যাকাণ্ডে ১১ জন, ৫ জনের অপমৃত্যু এবং সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়।

জানা যায়, গত ১ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় অংশে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হোন আরও দুজন।

একইদিন সন্ধ্যায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয় অজ্ঞাত পরিচয় (১২) এক কিশোর। ওইদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সে মারা যায়।

একইদিন নারায়ণগঞ্জের বন্দরের লেজারস এলাকার কাউসার মিয়ার ভাড়া বাড়িতে নিজ ঘরে দিপালী রাণী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গত ২ মার্চ সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সোহাগ (১৬) নামে এক কিশোর মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওইদিন দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন সকালে রূপগঞ্জ উপজেলার পূর্ব্যগুল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের পিকনিকের বাস পূর্বাচলের শেষ হাসিনা সরণির (কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়ক) আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে এক শিশু নিহত ও ৩০ জন আহত হোন।

গত ৩ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ইমরান (২৬) নামে এক যুবক নিহত হোন। নিহত ইমরান সোনারগাঁয়ের সাদিপুর কোনাবাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।

গত ৯ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নির্বাচনী সহিংসতায় গুলিতে হৃদয় ভূঁইয়া (২৩) নামের একজনের মৃত্যু হয়।

গত ১০ মার্চ নারায়ণগঞ্জ শহরের আল- হেরা ক্লিনিকে ভুল চিকিৎসায় মোস্তাকিম নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। নিহত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

গত ১২ মার্চ নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আল-আমিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের * (৩০) লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

গত ১৩ মার্চ রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে চলন্ত বাস থেকে পড়ে হাসান (১৮) নামে এক মোটর মেকানিক নিহত হোন। নিহত হাসান উপজেলার কাঞ্চন পৌরস- ভার কালাদী এলাকার মৃত হেকমত আলীর ছেলে।

গত ১৪ মার্চ আড়াইহাজারের ঢাকা- বিশনন্দী সড়কের বগাদী-কল্যান্দী এলাকায় গরুবোঝাই একটি নছিমন উল্টে আব্দুল্লাহ (১৫) নামের কিশোর নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।

গত ১৬ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মনির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হোন। নিহত মনির হোসেন (৩৫) ফতুল্লার ধর্মগঞ্জ নবীনগর এলাকার লবী কোটারীর ছেলে।

একইদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়।

গত ১৭ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের চকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হোন।

গত ২০ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের বালিয়াতলী মাঝেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে এক মরদেহ ভেসে উঠে।

গত ২৩ মার্চ জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ব্রহ্মপুত্র নদী থেকে অজ্ঞাতনামা (২০) বছরের এক যুবকের লাশ উদ্ধার করে কাঁচপুর নৌ ফাঁড়ি পুলিশ।

গত ২৪ মার্চ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সিলভার ক্রিসেন্ট হাসপাতালে টনসিলের অপারেশনের সময় ভুল চিকিৎসায় মেহেনাজ আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে আবাসিক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে।

গত ২৭ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁনমারী এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অজ্ঞাত গাড়ির চাপায় ঝানু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।

একইদিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হোন।

একইদিন ফতুল্লায় এক তরুণী ও এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফতুল্লা মডেল থানার পাগলা মুসলিম পাড়ার সালামের বাড়ির ভাড়াটিয়া মৃত সাত্তার মিয়ার ছেলে রাহাত (২২) ও একই থানার দাপা রেলস্টেশন এলাকার সামাদ হাজীর ভাড়াটিয়া আয়নালের স্ত্রী সোনিয়া (২৩)।

গত ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠে। নিহতের নাম সালমা হোসেন (৪২)। তিনি ফতুল্লার ইজদাইর বাজার এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

গত ২৯ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে। একইদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইদের অস্ত্রের আঘাতে আহত নুরুল হক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।