ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে পালিত হলো “স্থানীয় সরকার দিবস-২০২৪”

আবু বকর সিদ্দিক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’-এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয় ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষ্যে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি করে পরিষদের আশপাশের সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদের সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুৃম বলেন,বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনপ্রতিনিধিরা একসাথে কাজ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবধান রাখতে চাই। আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।