ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

হাজী নুর উ‌দ্দিন আহ‌মেদ উচ্চ বিদ্যাল‌য়ের নব‌নি‌র্মিত ভবন উদ্বোধন করেন গোলাম দস্তগীর গাজী

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রুপগঞ্জ:

নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে হাজী নুর উ‌দ্দিন আহ‌মেদ উচ্চ বিদ্যাল‌য়ের নব‌নি‌র্মিত ৪ তলা বি‌শিষ্ট ভবন উ‌দ্বোধন করে‌ছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

শনিবার (১৮ সে‌প্টেম্বর) বিকা‌লে উপ‌জেলার বরপা এলাকায় সা‌ড়ে তিন কো‌টি টাকা ব্য‌য়ে নব‌নি‌র্মিত এ স্কুল ভবন উ‌দ্বোধন করে‌ন মন্ত্রী।

হাজী নুর উ‌দ্দিন আহ‌মেদ উচ্চ বিদ্যাল‌য়ের নব‌নি‌র্মিত ভবন উদ্বোধন করেন গোলাম দস্তগীর গাজী

এ সময়, প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, ’আওয়ামীলীগ সরকার উন্নয়‌নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকারের আমলে দে‌শের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।

আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আছে ব‌লেই আজ দে‌শের শিক্ষাখা‌তে এ‌তো উন্নয়ন হ‌য়ে‌ছে উ‌ল্লেখ ক‌রে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ’জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সোনার বাংলা গড়ার স্বপ্ন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বাস্তবায়ন কর‌ছেন। নিরক্ষর মুক্ত সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা গড়তে হলে সু-শিক্ষিত নাগরিক প্রয়োজন।’

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকা‌রিয়া, হাজী নুর উ‌দ্দিন আহ‌মেদ উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, নব‌কিশলয় উচ্চ বিদ্যালয় এন্ড গার্লস ক‌লে‌জের অধ্যক্ষ ন‌জিবর রহমান, ভুলতা স্কুল এন্ড ক‌লে‌জের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, জনতা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোক্তার হো‌সেন, তারা‌বো পৌরসভা আওয়ামীলী‌গের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া সহ অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।