ঢাকাশুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

গালাকান্দাইলে বাস আসলেই দিতে হয় টাকা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
জানুয়ারি ১৪, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দইলে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বাসে চলছে চাঁদাবাজির মহোৎসব। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ বাস চালকরা। প্রশাসনের নিরবতায় দিনকে দিন চাঁদাবাজদের দৌরত্ম্য বেড়েই চলেছে। জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিন যাবৎ বাসে চাঁদাবাজি করে আসছে একটি চাঁদাবাজচক্র।

লোকাল্ বা গেইটলক বলে কোনো কথা নয় গোলাকান্দাইলে আসলেই সব বাসকে দিতে হচ্ছে চাঁদাবাজদের দাবিকৃত চাঁদার টাকা। আর এই টাকা দিতে না চাইলে বাসের চালকদের নানান হুমকির সম্মুখীন হতে হচ্ছে। ফলে নিরুপায় হয়ে দিনের পর দিন চাঁদাবাজদের এমন নির্যাতন সহ্য করে যাচ্ছেন বাসের চালকরা। চাঁদাবাজরা হলেন, যুব, সজিব, শফিক ও কাউসার।

ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ গোলাকান্দাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করছে তারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি বাস থেকে ৫০ থেকে শুরু করে ১৫০টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে তারা।

বাস চালকরা জানান, গোলাকান্দাইলে আগে চাঁদা শোধ করেই গাড়িতে যাত্রী তোলার সুযোগ মেলে। চাঁদাবাজদের অলিখিত এ নিয়ম ভঙ্গের সাহস নেই কারও। সাহস দেখালে মিলে নানান ধরণের হুমকি।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।