প্রাইভেটকারে ৪২ কেজি গাঁজা : আটক ২

নারায়নগঞ্জ সোনারগাঁও থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুমিল্লা-ঢাকাগামী মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন ঢাকার কামরাঙ্গীচরের নুর মোহাম্মদের ছেলে মোঃ রনি (২০) এবং ঢাকার সবুজবাগের মৃত রেজু মিয়ার ছেলে মোঃ মজিবুর রহমান (৩৮)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী।  তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জেলা থেকে এনে  ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ